গাজীপুরে দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরে দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে দেয়াল ধসে এমারত হোসেন (৬৫) ও আছিয়া বেগম (৬০) নামে দুই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঘটনা ঘটে। শুক্রবার (০৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান। এর আগে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গাজীপুরে দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

নিহত এমারত হোসেন ও আছিয়া বেগম কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে স্বা-স্ত্রী।

ওসি আকবর আলী খান জানান, বৃহস্পিতিবার রাতে স্বামী-স্ত্রী দুজন ওই মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ে, এতে তারা দুজনেই নিহত হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল চাপায় ওই দম্পতি নিহন হন।

ভারী বৃষ্টিতে গাজীপুরে তলিয়েছে খেতখামার, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট