জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছায় সাপের কামড়ে তন্নি খাতুন (১৩) এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের নিরিবিলি পাড়ার মৃত দেওয়ান আমজাদ হোসেনের নাতনি ও চৌগাছা কামিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। তিনি যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের তবিবর রহমানের মেয়ে।
তন্নির নানী জানান, রোববার রাতে তন্নী আমার সাথে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে সে চিৎকার করে বলে আমার পায়ে কিসে কামড়িয়ে দিয়েছে। আমার সারা শরীর যন্ত্রণা করছে বলেই সে ছটফট করতে থাকে।
খবর পেয়ে প্রতিবেশীরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চৌগাছা মডেল সরকারি হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
জানা যায়, তন্নি তার মা পপি খাতুনের গর্ভে থাকাবস্থায় পিতা তবিবর রহমান অন্যত্র বিয়ে করে। সেই শোক সইতে না পেরে পপি খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সেই থেকে পপি বাবার বাড়ি চৌগাছাতেই থাকতেন। তন্নীর জন্মের পরও মায়ের মানসিক ভারসাম্য ফিরে না এলে নানার বাড়িতেই স্থান হয় মা-মেয়ের।
চৌগাছা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ বলেন, মেয়েটি যেমন মেধাবী তেমন নম্র ভদ্র ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।