পরিত্যক্ত জমিতে মিলল শিশুর মরদেহ

পরিত্যক্ত জমিতে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের বাসন থানার যোগীতলা বিদ্যাপুকুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিত্যক্ত জমিতে মিলল শিশুর মরদেহ

বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে যোগীতলা বিদ্যাপুকুর এলাকায় স্থানীয় নুরুল হক মোক্তারের বাড়ির পাশে ধানের পরিত্যক্ত জমিতে ১০-১২ বছর বয়সী অজ্ঞাত ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ভিকটিম শিশুটির শরীরের বিভিন্ন স্থানে নতুন ও পুরাতন পোড়া ও কাটা দাগ আছে।

ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ভিকটিম শিশুটি কারো বাসার কাজের মেয়ে। নানা সময় ভিকটিম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। দুর্বৃত্তরা ৮-১০ ঘণ্টা আগে তাকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ