জুমবাংলা ডেস্ক : সাভারের ধামরাইয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় উত্ত্যক্তের শিকার হয়ে অভিমানে মুন্নি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্নহত্যা করেছে। গতকাল রোববার সন্ধ্যায় চৌহাট ইউনিয়নের রাজপুর কহেলা গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মুন্নি আক্তার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সে চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।
এদিকে এ ঘটনায় ওই স্কুলের নবম শ্রেণির চারজন ছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে আত্নহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
আটককৃতরা হলেন- চৌহাট ইউনিয়নের চর রাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম (১৭), একই ইউনিয়ন ও একই গ্রামের জাবিক হোসেনের ছেলে রাব্বি (১৫), ইউনুস খানের ছেলে সফিকুল খান (১৬) ও আব্দুল বারেকের ছেলে বকুল মিয়া (১৫)।
পুলিশ ও পারিবারিক সূত্র বলেছে, ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রবিন মুন্নিকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে চার বন্ধু মিলে মুন্নিকে উত্ত্যক্ত করা শুরু করে। এর প্রতিবাদে রোবার রাতেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মুন্নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মুন্নির লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।