দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এ দেশকে সোনার বাংলায় পরিনত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন আজকের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। তাই শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।’
আজ (৭ অক্টোবর) দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার এবং কলেজের অধ্যক্ষ মোঃ জাহিদুল আলম শাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরারজি দেশাই বর্মন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভিন, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।