বরাদ্দ না পেয়ে চাঁদা তুলে রাস্তা সংস্কার করছে গ্রামবাসী


জুমবাংলা ডেস্ক : স্থানীয় প্রশাসনকে বার বার বলার পরেও কোনো ধরনের উল্লেখযোগ্য ভূমিকা পালন না করায় বাধ্য হয়ে রাস্তা সংস্কারের জন্য চাঁদা তুলছে স্থানীয়রা। নিজেদের ভোগান্তি দূর করার জন্য ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছে নাটোরের বাগাতিপাড়ায় ২নং জামনগর ইউনিয়ানের বাসিন্দারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার মাঝপাড়া থেকে কালিকাপুর রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে বড় বড় গর্ত। বর্ষার সময় এ রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব।

২নং ওয়র্ডের মেম্বার লাবু বলেন, আমি খুবই লজ্জিত যে আমার নিজ গ্রামবাসী এলাকার রাস্তা সংস্কারের জন্য পথচারির কাছে সাহায্য প্রার্থনা করছে। আমি একাধিকবার চেয়ারম্যানকে বলেছি। আশা করি তিনি এবার ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *