Advertisement
জুমবাংলা ডেস্ক : বড় বোনের কবর খুঁড়তে খুঁড়তেই চিরদিনের জন্য গেলেন ছোট ভাই। গতকাল বুধবার সকাল ৮টার দিকে লোকজন নিয়ে বড় বোন খাদিজা বেগমের (৭০) কবর খুঁড়ছিলেন রফিজ উদ্দিন হাওলাদার (৬৫)। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে কবরের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হূদয়বিদারক এ ঘটনা ঘটেছে বাগেরহাটের শরণখোলার সুন্দরবনসংলগ্ন দক্ষিণ সোনাতলা গ্রামে।
গতকাল সকালে সোনাতলা মাদরাসা মাঠে খাদিজা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। আসর নামাজ শেষে বিকেল ৫টায় একই মাঠে জানাজা হয় ছোট ভাই রফিজ উদ্দিনের। স্থানীয় সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার জানান, দক্ষিণ সোনতালা গ্রামের দিনমজুর রশিদ হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম মঙ্গলবার সকাল ১০টার দিকে মারা যান। একই গ্রামের হামেজ উদ্দিনের ছেলে নৌকার মিস্ত্রি রফিজ উদ্দিন বোনের কবর খোঁড়ার সময় তিনিও মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।