জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নজরুল ইসলাম সিকদার বাবুল ও তার অপর ভাই রিয়াজ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অপর ভাই জহিরুল ইসলাম সিকদারের করা একটি মামলায় আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মারধর ও লুটপাটের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করেছিলেন জহিরুল ইসলাম।
আদালত সূত্র জানায়, চলতি বছরের ১৯ জুলাই রাজাখালী ইউনিয়নের আমিলাপাড়া এলাকার নুরুল হক সিকদারের ছেলে নজরুল ইসলাম বাবুল ও তার ভাই রিয়াজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেন অপর ভাই জহিরুল ইসলাম।
এ মামলায় তারা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা বৃহ্স্পতিবার চকরিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, আমার বড় ভাই নজরুল ইসলাম ও ছোট ভাই রিয়াজ উদ্দিন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দীর্ঘদিন ধরে আমার সম্পত্তি জবরদখল চেষ্টা চালাচ্ছিল। এর জের ধরে তারা আমাকে হত্যার চেষ্টাও চালায়। এছাড়াও আমার উৎপাদিত লবণ ও দোকানের মালামাল লুট করেছে তারা। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে পেকুয়া থানায় মামলা করেছিলাম। সেই মামলায় তারা জামিন নিতে গেলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।