Advertisement
জুমবাংলা ডেস্ক: মাগুরা সদর উপজেলার রাঘোবদাইড় ইউনিয়নের দোড়ামথনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
রবিবারের এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের রমজান ও আহম্মদ আলীর নেতৃত্বে দুই দল গ্রামবাসীদের মধ্যে বিরোধ চলছিল। রবিবার বিকালে এ বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তিন জনকে আটক করে জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।