আশরাফুল মামুন, মালয়েশিয়া: যথাযোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টির মালয়েশিয়া শাখা ও এর অংগসংঘঠনসমুহ।
আজ সন্ধ্যায় দেশটির কেলাং প্রদেশের একটি হোটেটে শোক সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সভাপতি মোঃ সাইদূর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সহ সভাপতি মীর রানা এবং দপ্তর সম্পাদক মোঃ আলী আকবরসহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মাহবুব হাসান মিলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তারা বলেন, পল্লীবন্দু হোসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার অন্যতম ধারক। সর্বপ্রথম রেডিও, টেলিভিশনে আযান প্রচারের ব্যবস্থা করেন পল্লী বন্ধু এরশাদ। এরশাদ দেশ ও জনগণের আর্থসামাজিক উন্নয়নে ইতিহাস স্থাপন করে গেছেন, যা এখন মানুষ শ্রদ্ধাভরে স্বরণ করেন। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ এখন আরও শক্তিশালী ।
এসময় পল্লী বন্ধু এরশাদ এর স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সভাপতি মোঃ সাইদূর রহমানসহ নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সাল সিকদার, আলম খান, রুবেল মাদবর, শাহ জালাল মিয়া, লিটন মোল্লা, মোরশেদ খান, মোঃ শিপুসহ দলের সকল নেতাকর্মীবৃন্দ এবং মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।