জুমবাংলা ডেস্ক : সোমবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। ওই বোর্ডে এবার ২২ পরীক্ষার্থী পাচ্ছেন শ্রুতি লেখক ও ৮ প্রতিবন্ধী পরিক্ষার্থীর জন্য থাকছে অতিরিক্ত ৩০ মিনিট সময়। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্রী ৮১ হাজার ২৫ জন ও ছাত্র ৮০ হাজার ৬৭০ জন। গতবছর অংশ নেয় ১ লাখ ৮৪ হাজার ২৯০ জন। এরমধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থী ৯৭ হাজার ৫১৪জন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৩৭ হাজার ২৩৮জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ২৬ হাজার ৯৪৩। যা গতবছরের তুলনায় প্রায় ২০ হাজার কম। মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত ২৪ হাজার ১৬৬ জন। খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫২১টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ২৮৬টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নেবে।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, গতবছরের তুলনায় এবছর ১০টি কেন্দ্র বেশি। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য ১০টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা প্রতিটি জেলায় পরীক্ষা চলাকালে কাজ করবে। প্রশ্নফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিটি আগে পরীক্ষার্থীদের কেন্দ্রের কক্ষে উপস্থিত থাকতে হবে। ২২ জন পরীক্ষার্থী নবম শ্রেণির নিচে পড়ে এমন শ্রুতি লেখক নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। এছাড়া ৮জন অটিস্টিক পরীক্ষার্থী ৩০ মিনিট বেশি সময় পরীক্ষা দিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


