যেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া

আবহাওয়া অধিদফতর

যেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া

জুমবাংলা ডেস্ক: সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আগামী ৩ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলেও জানানো হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এদিন ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অরিবর্তিত থাকতে পারে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এদিন দেশের সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর
ঢাকায় রবিবার সকাল থেকে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেড়ে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রবিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে।

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ