জুমবাংলা ডেস্ক : তীব্র শ্বাসকষ্ট নিয়ে নড়াইল সদর হাসপাতালে শওকত আলী (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের অভিযোগ, ওই রোগীর করোনা সন্দেহে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। আর চিকিৎসকরা বলছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন শওকত।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ওই হাসাপাতালে শওকত আলীর মৃত্যু হয়। তিনি নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইলের বাসিন্দা ছিলেন। আর নড়াইলের রূপগঞ্জ বাজারে সুপারির ব্যবসা করতেন।
মৃত যুবকের এক নিকট আত্মীয় জানান, শওকত ১০ দিন আগে অসুস্থ হন। করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ থাকায় তার পরিবার আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেও সন্তোজজনক কোনো উত্তর পায়নি। তাকে কয়েকদিন ধরে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় গতকাল রাত পৌনে ৯টার সময় শওকতকে সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। ভর্তির পর ওয়ার্ডে নেওয়ার সময় মারা যান তিনি। পরে রাতেই তাকে দাফন করা হয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তহিদুল হাসান তুহিন বলেন, ‘রোগী যখন জরুরি বিভাগে আসে তখন তার বমি ও শ্বাসকষ্ট ছিল। তবে পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়; কিভাবে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।’
তবে এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বলেন, ‘কোনো করোনা আক্রান্ত রোগী ভর্তির ১৫ মিনিট পরে মারা যেতে পারে না। হার্ট অ্যাটাক বা স্ট্রোকজনিত কারণে রোগীর মৃত্যু হয়েছে।’
নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বলেন, ‘গতকাল রাতেই আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু রোগীর সঙ্গে বিদেশফেরত কারো সংশ্লিষ্টতা নেই, তা ছাড়া উপসর্গগুলো করোনার নয়, তাই রোগীর নমুনা পরীক্ষা করা হবে না।’
এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘দক্ষিণ নড়াইলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই এলাকায় বাড়তি সর্তকতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।