কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমকাল সুহৃদ সমাবেশ। সামাজিক এবং মানবিক কাজে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমানের পুরোনো হুইল চেয়ারের বদলে তুলে দেন নতুন হুইল চেয়ার। সমকাল সুহৃদ সমাবেশের এক নবীন বরণ অনুষ্ঠানে এ হুইল চেয়ার তুলে দেয়া হয়। এতে অনুভূতি প্রকাশে সাইদুর রহমান বলেন, ” আমি কৃতঞ্জতা প্রকাশ করছি, শুধু আমি নয়, আরো অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা কোনো না কোনো দিক দিয়ে অনেকটাই বিপর্যস্ত,তাদের পাশেও দাড়াবে সমকাল সুহৃদ”।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) সমকাল সুহৃদের নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয় বুধবার ( ৪ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। বিকাল ৩ টায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।
আল-নাইম এবং রওনক জাহান লোরার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাব রশিদুল ইসলাম শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমকালের কুমিল্লা অঞ্চলের নিজস্ব প্রতিবেদক মাসুক আলতাফ চৌধুরী, এ ছাড়াও উপস্থিত ছিলেন সমকাল সুহৃদের উপদেষ্টা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেনেসাঁ আহমেদ, আমেনা বেগম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমকাল সুহৃদের সভাপতি মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে রশিদুল ইসলাম শেখ বলেন,” বিশ্ববিদ্যালয় এরকম সংগঠনেরই প্রত্যাশা করে, যারা কাজের মাধ্যমে সমাজকে কিছু দেয়, সুহৃদের পাশে আমি সবসময় আছি এবং থাকবো ”
এছাড়াও বক্তারা সমাজের উন্নয়ন কর্মকান্ডে সুহৃদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। নবীনরা সুহৃদের সাথে যুক্ত হতে পেরে তাদের অনুভূতি প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।