জুমবাংলা ডেস্ক : স্বামী-স্ত্রী পরিচয়ে তিন মাস বাসা ভাড়া নিয়ে থাকার পর প্রেমিক ফিরোজ আহম্মেদ একদিন পালিয়ে যান। এরপর ভুক্তভোগী কলেজছাত্রী জানতে পারেন ফিরোজ বিবাহিত। এ ঘটনার পর শনিবার (২১ অক্টোবর) অভিযুক্ত ফিরোজের বাড়িতে অবস্থান নেন ওই কলেজছাত্রী। ফিরোজ আহম্মেদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা গেছে, ফিরোজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রায় দেড় বছর আগে। এরপর গত ৩ মাস ধরে বগুড়ার সদর মাটিঢালি এলাকায় চাকরির নামে একটি বাসা ভাড়া করে ওই কলেজছাত্রীকে নিয়ে থাকতে শুরু করেন ফিরোজ। কিন্তু একদিন সেখান থেকে পালিয়ে যান ফিরোজ।
এরপর ফিরোজের বাড়িতে গিয়ে অবস্থান নেন ভুক্তভোগী কলেজছাত্রী। নাটোর জেলার লালপুর উপজেলার বাসিন্দা ওই কলেজছাত্রীর অভিযোগ তাকে ফিরোজের বাড়ির লোকজন তাড়িয়ে দিয়েছে। আর তার উপস্থিতি টের পেয়ে আগেই কেটে পড়েন ফিরোজ। পরে দূর্গাপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী কলেজছাত্রী।
ভুক্তভোগী কলেজছাত্রীর দাবি, দেড় বছর আগে ফিরোজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ফিরোজের সঙ্গে বগুড়া সদরের মাটিঢালি এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে তিন মাস থাকেন তারা। ফিরোজ তাকে একাধিকবার নিজের বাড়িতেও নিয়ে গেছে বলে দাবি তার।
তিনি আরো বলেন, আমার এলাকার সবাই ফিরোজকে জামাই হিসেবে চেনেন।
হঠাৎ ফিরোজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এখন তার বাড়িতে এসে দেখি ফিরোজ বিবাহিত। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। তার বাড়ির লোকজন আমাকে গায়ে হাত দিয়ে জোর করে বের দিয়েছেন।
এ বিষয়ে ফিরোজের বাবা আব্দুল খালেক বলেন, ছেলে বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে। কিছুদিন আগে ছেলেকে বিয়েও দিয়েছি। হঠাৎ আজ লালপুর উপজেলা থেকে এক মেয়ে আমার বাড়িতে আসে। পরে নিজ ইচ্ছাতেই বাড়ি থেকে চলে গেছে। কেউ তাকে তাড়িয়ে দেয়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরে ওই কলেজছাত্রী থানায় এসে কান্নাকাটি শুরু করে। পরে তার মুখ থেকে বিস্তারিত শুনে অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।