জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে চিরকুট লিখে তিন সন্তানের জননী নীলা খাতুন (২৬) নামে এক গৃহবধূ আত্মহ’ত্যা করেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়া বাড়িতে তিনি আত্মহ’ত্যা করেন।
নীলা খাতুন উপজেলার চেউনিয়া গ্রামের শামিরুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী শহরের একটি হোটেলে কাজ করেন। তাদের নিলয়-নিরব নামের দেড় বছরের যমজ দুটি ছেলে ও ৬ বছরের শামীমা নামের একটি মেয়ে আছে।
নিহতের দুলাভাই নয়ন হোসেন জানান, রাতে খবর পেয়ে চাপালী আসি। এসে দেখি নীলা গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেছে। আসার পর নীলার মেয়ে শামীমা আমাকে দুটি কাগজ ধরিয়ে দেয়। শামীমা আমাকে জানায়, দুপুরের দিকে মা এই কাগজে লিখেছে। নীলা আত্মহ’ত্যা করার সময় পাশের ঘরেই তার স্বামী শুয়ে ছিল। তবে কী কারণে সে আত্মহ’ত্যা করেছে তিনি কিছু জানেন না।
চিরকুটে লেখা আছে, ‘আমার মৃ’ত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম। কেউ আমার স্বামীকে দোষ দিও না। মা তোমরা কেউ বাদী হইও না। এটা আমার অনুরোধ রইল। নীলা।’
কালীগঞ্জ থানার ওসি মো. ইউনুচ আলী জানান, গৃহবধূ নীলা আত্মহ’ত্যা করেছে। পুলিশ লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।