জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরে সরকারের হটলাইন নম্বর ‘৩৩৩’ তে অভিযোগ পেয়ে বাল্যবিবাহ রুখে দিলো নড়িয়া উপজেলা প্রশাসন। খবর ইউএনবি’র।
হটলাইনে অভিযোগের ভিত্তিতে জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়ের নির্দেশে নড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জপসা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডের সিরাজ মাদবরের মেয়ে হাসিনা আক্তারের (১৪) বাল্যবিবাহ রুখে দিয়েছেন।
সূত্র জানায়, প্রশাসনের সাহায্য নিতে হটলাইন ‘৩৩৩’ নম্বরে শুক্রবার সকালে জপসা ইউনিয়নের বাল্যবিবাহের একটি অভিযোগ করা হয়। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়ের নেতৃত্বে সাড়ে ১০টায় নড়িয়া মহিলা বিষয়ক কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল জপসা ইউপির ১নং ওয়ার্ডের সিরাজ মাদবরের বাড়ি গিয়ে তার মেয়ে হাসিনা আক্তারের বাল্যবিবাহটি বন্ধ করে দেয়। হাসিনা আক্তার ডগ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা বলেন, প্রশাসনের সাহায্য নিতে হটলাইন ‘৩৩৩’ নম্বরে জপসা ইউনিয়নের বাল্যবিবাহের একটি অভিযোগ আসে। অভিযোগটি জেলা প্রশাসন থেকে ফরওয়ার্ড হয়ে আমার কাছে আসে।
‘শুক্রবার সকাল সাড়ে ১০টায় নড়িয়া মহিলা বিষয়ক কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি রুখে দেই,’ বলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।