এলাকাবাসী সূত্রে জানা যায়, ১২ বছরের কিশোরীটির বাবা হাবিবুর রহমান একজন ভণ্ড ফকির। সে একাধিক বিয়েও করেছে। এলাকাবাসীর কাছে নিজের মেয়েকে অন্তঃসত্ত্বার বিষয়টি পেটে টিউমার হয়েছে বলে প্রচার করেছে।
কিশোরীর চাচা ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভাতিজির সন্তান প্রসবের পর তার বাবার কাছে কারণ জানতে চাইলে প্রতি উত্তরে হাবিবুর রহমান জানান, গায়েবীভাবে অন্তঃসত্ত্বা হয়ে বাচ্চা হয়েছে। বাচ্চাটি আল্লাহর দান।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো.মফিজুর রহমান জানান, রাত ১০টার দিকে কিশোরীর পিতা হাবিবুর রহমান ও তার স্ত্রী মাহ্ফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। কিশোরী ও নবজাতককে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।