১৬ ডিসেম্বর রাজপথ আ.লীগের দখলে রাখার নির্দেশ দেননি সোহেল তাজ

Sohel Taz

জুমবাংলা ডেস্ক : সম্প্রতি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়- সোহেল তাজ আগামী ১৬ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দিয়েছেন। তবে এসব নিউজ ভুয়া এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সোহেল তাজ।

Sohel Taz

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, ফেইক নিউজ! কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে আমার উদ্ধৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে- বলা হচ্ছে, আমি ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি। এগুলো সব ফেইক নিউজ। আমি আমার আগের অবস্থানেই আছি।

তিনি আরো বলেন, আমি লক্ষ করছি যে একটা রাজনৈতিক দল তার কোনো ভুলত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা কিন্তু কোনো আত্মসমালোচনা বা আত্ম-উপলব্ধিও করছে না- এটা ভালো লক্ষণ না।

কোনো দিনই সুফল আনবে না বরং আরো ধ্বংস নিয়ে আসবে।

বি. দ্র. : আপনারা যারা কমেন্ট করছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গিয়েছি, তাদের বলব যে সেই আদর্শ বা নীতি যদি হয় হত্যা, গুম, খুন, নির্যাতনের, ছাত্র-জনতার ওপর গুলি করে গণহত্যার, জনগণের ভোটের অধিকারসহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার, তাহলে ঠিকই বলেছেন এই নীতি বা আদর্শ আমার না।

বিয়ের পর মেয়েদের কোমর চওড়া হয়ে যায় কেন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ আরো বলেন, ‘আপনারা যারা কমেন্ট করছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গেছি- তাদের বলব, সেই আদর্শ বা নীতি যদি হয় হত্যা গুম খুন নির্যাতনের, ছাত্র-জনতার ওপর গুলি করে গণহত্যার, জনগণের ভোটের অধিকারসহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার- তাহলে ঠিকই বলেছেন এই নীতি বা আদর্শ আমার না।’