বিনোদন ডেস্ক : বলা বাহুল্য, করোনা মহামারির ধাক্কা সামলে পুরোদমে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব সিনেমা। মানুষ দলেবলে হলে গিয়ে সিনেমা দেখছে, সেই সুবাদে বিভিন্ন দেশের সিনেমা বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে। ভারতের বলিউড, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিও এখন জমজমাট। দেশটিতে আরও কিছু আঞ্চলিক ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোর অবস্থান অনেকটা পেছনের দিকে।
তবে এবার আচমকা ঝড়ে চমকে দিলো একটি পাঞ্জাবি সিনেমা। বক্স অফিসে ১০০ কোটি রুপির ঘরে ঢুকে তাক লাগিয়ে দিয়েছে। এবং এই অংক এখনও চলমান রয়েছে, যা ক্রমশ বাড়ছে। ছবিটির নাম ‘ক্যারি অন জাট্টা ৩’। গত ২৯ জুন ঈদুল আজহা উপলক্ষে ছবিটি মুক্তি পায়।
ভারতের ৫৬০টি স্ক্রিন এবং বিশ্বের ৩০টি অঞ্চলের ৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। ইতোমধ্যে এর টিকিট বিক্রি ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এটিই প্রথম কোনও পাঞ্জাবি সিনেমা, যেটি শতকোটির ক্লাবে প্রবেশ করলো।
খবরটি নিশ্চিত করে বলিউডের বক্স অফিস বিশ্লেষক ও সিনেমা সমালোচক তরন আদর্শ বলেছেন, “ক্যারি অন জাট্টা ৩’ ইতিহাস তৈরি করলো। এই পাঞ্জাবি সিনেমা বৈশ্বিক বক্স অফিসে নতুন মাইলফলক তৈরি করেছে।”
এমন অবিশ্বাস্য সাফল্যে ছবির অভিনেতা ও প্রযোজক গিপ্পি গ্রেওয়াল বললেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা বার্তা এবং উৎসাহ দেখে আমরা সত্যিই কৃতজ্ঞ। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের জন্যই এই ইতিহাস তৈরি করতে সক্ষম হয়েছি আমরা। ১০০ কোটি রুপির মাইলফলক আমাদের আগামী সিনেমার জন্য আরও বেশি শক্তি যোগাবে।’
মাত্র ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি ‘ক্যারি অন জাট্টা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। এর আগের দুটি ছবির টিকিট বিক্রি ছিল যথাক্রমে ১৮ কোটি রুপি (২০১২) এবং ৬০ কোটি রুপি (২০১৮)। নতুন ছবিটি নির্মাণ করেছেন স্মিপ ক্যাং। এতে অভিনয় করেছেন গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া, গুরপ্রীত সিং, বিনু ঢিলন, করমজিৎ আনমোল প্রমুখ।
মুক্তির পর ছবিটি অবশ্য বিতর্কেও পড়েছিল। হিন্দু সংগঠন শিব সেনার পক্ষ থেকে এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদের অভিযোগ, ছবিটিতে হিন্দু ধর্মকে অবমাননা করা হয়েছে। তবে সেই বিতর্ক ছাপিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছে পাঞ্জাবি সিনেমাটি।
সূত্র: দ্য ইকনোমিক টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।