জুমবাংলা ডেস্ক : পুকুরপাড়ে মিষ্টি কুমড়ার চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার জুগিরঘোফা গ্রামের কৃষক সাইফ আহাম্মেদ। অধিকাংশ কুমড়ার ওজন ২০ থেকে ২৫ কেজির মধ্যে হলেও একটি কুমড়ার ওজন হয়েছে ৬১ কেজি।
উচ্চ ফলনশীল দেশীয় জাতের এ মিষ্টি কুমড়া দেখতে আশপাশের গ্রামের মানুষ ছুটে আসছেন। অনেকে ওই কুমড়ার বীজ সংগ্রহের জন্য দেন-দরবার করছেন কৃষক সাইফ আহাম্মেদের কাছে। তার উৎপাদিত কুমড়া কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের জন্য ১৩ মার্চ কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় আগত নারী-পুরুষের পাশাপাশি কৃষি বিভাগও মুগ্ধ এমন কুমড়ার ফলনে।
কৃষক সাইফ আহাম্মেদ জানান, পুকুরপাড়ের একটি পরিত্যক্ত জায়গায় পরিবারের চাহিদা মেটানোর জন্য অন্যান্য সবজির সঙ্গে উচ্চ ফলনশীল দেশীয় জাতের মিষ্টিকুমড়ার চারা রোপণ করেন। প্রতিটি কুমড়া ২০ থেকে ২৫ কেজির মধ্যে হলেও একটি কুমড়া হয়েছে ৬১ কেজি। কুমড়াটি চুরি হবে আশঙ্কায় পালা করে পরিবারের লোকজন রাত জেগে পাহারা দিতেন। তিনি বড় কুমড়াটি নিয়ে কৃষি মেলায় অংশ নিয়েছেন। তার কুমড়ার সঙ্গে অনেকেই সেলফি তুলছেন। কুমড়াটি দেখতে মানুষের ভিড়ও হচ্ছে।
গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিকদার মোহাম্মদ মহাইমেনুল আক্তার বলেন, মেহেরপুর জেলার মাটি সবজি উৎপাদনের জন্য খুবই উপযোগী। দীর্ঘদিন পরিত্যক্ত থাকা জমিতে যেকোনো ফল ফসল চাষ করা হলে বিস্ময়কর ফলন হয়ে থাকে। এই মিষ্টি কুমড়াটিও তেমনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।