জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে শুরু থেকেই তার দেশ কাজ করছে। রাষ্ট্রদূত বলেন, ‘চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তিন দফা অনানুষ্ঠানিক মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং সংশ্লিষ্ট দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সংলাপ ও দ্বিপক্ষীয় বোঝাপড়ায় চীনের প্রতিশ্রুতির প্রচেষ্টা প্রমাণিত হয়েছে।’ রবিবার ঢাকার চীনা দূতাবাসে কক্সবাজারের ক্যাম্পগুলোতে রোহিঙ্গা ও স্থানীয়দের সহযোগিতায় মেডিকেল টিম গঠনকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন। রাষ্ট্রদূত জিমিং জানান, অতি সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি নিউইয়র্কে ঘোষণা দেন যে চীন বাংলাদেশের সরকার ও জনগণের বোঝা নিরসনে কক্সবাজারে একটি মেডিকেল টিম এবং দাতব্য সংস্থা স্থাপন করবে। তিনি বলেন, ‘দলের (মেডিকেল…
Author: protik
পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (১২ নভেম্বর) টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে দেশ বন্ধূ পলিমার। এছাড়া তালিকায় চতুর্থ স্থানে অলিম্পিক অ্যাসেসোরিজ, পঞ্চম মালেক স্পিনিং মিলস, ষষ্ঠ খুলনা পাওয়ার, সপ্তম পেনিনস্যুলা চিটাগং, অষ্টম এনভয় টেক্সটাইল, নবম তসরিফা ইন্ডাস্ট্রিজ ও তালিকার সর্বশেষ অর্থাৎ দশম স্থানে রয়েছে সমতা লেদার।
পুঁজিবাজার ডেস্ক : আজ রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড। আর তৃতীয় স্থানে আছে জেমিনি সি ফুডস। এছাড়া তালিকায় চতুর্থ আরডি ফুড, পঞ্চম মিরাকল ইন্ডাস্ট্রিজ, ষষ্ঠ মুন্নু সিরামিক, সপ্তম আনলিমা ইয়ার্ন, অষ্টম মতিন ম্পিনিং, নবম ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও তালকার সর্বশেষ অর্থাৎ দশম স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড।
পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ নভেম্বর) সূচক ও লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ৪৪ কোটি টাকা। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে (বৃহস্পতিবার-১৪ নভেম্বর) হয়েছিল ৩১৯ কোটি ৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএসই এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ৭ পয়েন্ট। সকাল ১০টা ৪০…
পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হচ্ছে- কনফিডেন্স সিমেন্ট ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। জানা গেছে, কনফিডেন্স সিমেন্টের এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২২ ডিসেম্বর এজিএমের তারিখ ঘোষণা করেছিল। এছাড়া ওয়েস্টার্ন মেরিনের এজিএম আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৩ নভেম্বর এজিএমের তারিখ ঘোষণা করেছিল। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি দুইটি।
জুমবাংলা ডেস্ক : এশিয়ার ছয়টি শহরের বায়ু দূষণ ‘বিপজ্জনক’ মাত্রা থেকে ‘খুবই খারাপ’ মাত্রায় চলছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা স্কাইমেট জানিয়েছে, সবচেয়ে বেশি দূষণের শিকার দিল্লী সম্প্রতি সার্বিক বায়ু মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স -একিউআই) ৫০০ অতিক্রম করে। আরেক সংস্থা সিস্টেম অব এয়ার কোয়োলিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সাফার) এদিন বিকেলে দিল্লির একিউআই রেকর্ড করে ৫৫২। এর আগে ৫ নভেম্বর দিল্লির বায়ুর মান সব রেকর্ডকে পেছনে ফেলে। বায়ুর মান পরিমাপ শুরু হওয়ার পর থেকে ওই দিনই সবচেয়ে বিপজ্জনক বায়ু ছিলো দিল্লিতে। শুক্রবার (১৬ নভেম্বর) গড়ে একিউআই ৫২৭ নিয়ে দিল্লি হয় সর্বোচ্চ দূষিত শহরের মধ্যে…
জুমবাংলা ডেস্ক : অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় ‘জাতীয় কৌশল’ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রবিবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন একদিকে যেমন অর্থনীতির ক্ষতি করে, অন্যদিকে দেশের সামাজিক ক্ষতি করে। এ সমস্যা মোকাবিলায় আমরা ‘জাতীয় কৌশল’ নিয়েছি। মুস্তফা কামাল আরও বলেন, ‘সন্ত্রাস একটি বৈশ্বিক সমস্যা, যা একক কোনও দেশের পক্ষে সমাধান সম্ভব নয়।’ এ সমস্যা সমাধানে জাতিসংঘসহ সব দেশকে তিনি একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা অনুধাবন করতে বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি…
জুমবাংলা ডেস্ক : হলি আর্টিজান রেস্তোরাঁবহুল আলোচিত রাজধানীর গুলশানের হলি আর্টিজান হামলা মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে। রবিবার (১৭ নভেম্বর) আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ দিন ধার্য করেন। আট আসামির যুক্তি উপস্থাপন শেষ করেন মামলার আইনজীবীরা। এরপর ফের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি খণ্ডন করেন। এরপর বিচারক রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। ওই দিনই আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন শুনানি শুরু করেন। যুক্তি উপস্থাপন শুনানি আজ রবিবার শেষ হয়। সকালে কারাগার থেকে এ মামলার আট আসামিকে সংশ্লিষ্ট…
আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিনজিয়াং রাজ্যে উইঘুর মুসলিমদের ওপর পরিচালিত রাষ্ট্রীয় নির্যাতন ও নিপীড়নের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট। শনিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি। এতে বলা হয় সম্প্রতি এক সরকারি নথি ফাঁসের পর দেখা যায়, চীনা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই সেদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চলছে। শুধু নৃতাত্ত্বিক উইঘুর সম্প্রদায়ের মুসলমানরাই নয়; বরং একই অবস্থা অঞ্চলটির অন্য মুসলিমদেরও। এতে আরও বলা হয়, চীনে প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশই উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার সেখানে প্রবেশের ব্যাপারে…
মাওলানা এম এ করিম ইবনে মছব্বির : মানবজাতি পূর্ণ বিবেক বুদ্ধি থাকা সত্ত্বে ও এমন কিছু পাপাচারে লিপ্ত হয়, যার কৃতকার্যের নিরেট শাস্তি ইহজগত এবং পরজগতে ভোগতে হয়! উল্লেখযোগ্য পাপাচার সমূহ! ১ : মহান আল্লাহ পাকের পবিত্র সত্ত্বা ও তাঁর গুণাবলীর যে কোন একটির সাথে অন্য কোনো বস্তুকে অংশীদারি করাকে শিরক বলে! শিরক এমন অমার্জনীয় অপরাধ যে আল্লাহ পাক কোন কিছুতেই ক্ষমা করবেন না! এ প্রসঙ্গে আল্লাহ পাক ঘোষণা করেন যে, নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শিরক করাকে অপরাধ মার্জনা করবেন না, এতদ্বব্যতীত অন্য যে কোনো গুনাহের ব্যাপারে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করতে পারেন (সুরায়ে-নিছা-৪৮) রাসূল (সা:) বলেন, তোমাদেরকে ক্বাতল করা…
আন্তর্জাতিক ডেস্ক : ইতালির অভিজাত পর্যটন সিটি ভেনিস এখন জোয়ারের পানিতে ভাসছে। বিশ্বজুড়ে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় এ নগরী এখন পাঁচ ফুট উঁচু ঢেউয়ে তলিয়ে যাচ্ছে। লাখ লাখ ইউরো খরচ করেও সরকার এ সংকটের সমাধান করতে পারছে না। তাই পানিবন্দি অবস্থা থেকে স্থানীয় বাসিন্দাদেরও যেন মুক্তি নেই। জোয়ারের প্রভাবে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে ভেনিসের বেশিরভাগ সড়ক। ওই পানি মাড়িয়েই চলতে হচ্ছে নগরবাসীদের। ওই পানি মাড়িয়েই চলতে হচ্ছে নগরবাসীদের।বন্যার পানির কারণে বিখ্যাত সেন্ট মার্কস স্কয়ার শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়। তৃতীয়দিনের মত বন্ধ আছে সব স্কুল। নগরীর ওয়াটারবাস সার্ভিসও বন্ধ। ভেনিসে বন্যার পানি দোকান-পাঠ এবং বাড়ি ঘরেও ঢুকে গেছে।ভেনিসে…
আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রতিবাদে ইরানের সিরজান শহরে তীব্র বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শুক্রবার (১৫ নভেম্বর) রাজপথে নেমে রাতভর তীব্র বিক্ষোভ করে সাধারণ মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সরকারি ঘোষণায় লিটার প্রতি রেশনের পেট্রোলের দাম ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার রিয়াল করার কথা জানায় কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোলের প্রয়োজন পড়লে লিটার প্রতি দাম পড়বে…
জুমবাংলা ডেস্ক : মাশরুম একটি পরিচিত নাম। মাশরুমকে বলা হয় বহুগুণী পরস্বাদু সবজি। এটি উঁচুমানের পুষ্টিগুণসম্পন্ন একটি খাবার। মাশরুমের রয়েছে বেশ কিছু ঔষধি গুণ। আর এ কারণে এটি খাদ্য হিসেবে খুবই সুলভ, জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন। খাবার হিসেবে আমাদের দেশে মাশরুমের প্রচলন বেশিদিন আগের নয়, যে কারণ এটা অনেকে খেতে অভ্যস্ত নন। অনেকে মাশরুম খেতে খুব পছন্দ করেন। অনেকে আবার এটাকে ব্যাঙের ছাতা ভেবে হারাম খাদ্যের সঙ্গে তুলনা করে খাওয়া থেকে বিরত থাকেন। আসলে মানুষের এই ধারণাটি একেবারেই ভুল। কারণ মাশরুম আর ব্যাঙের ছাতা এক জিনিস নয়। ব্যাঙের ছাতা যেখানে-সেখানে, অপরিচ্ছন্ন ময়লা-আবর্জনার ভাগাড়ে গজায়। ফলে এর কিছু কিছু প্রজাতি বিষাক্ত হয়।…
স্পোর্টস ডেস্ক : জিতলেই নিশ্চিত করবে ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২০ মূলপর্বের টিকেট। এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল জার্মানি। ইউরো বাছাইপর্বের ম্যাচে গতকাল রাতে ‘সি’ গ্রুপে টনি ক্রুসের জোড়া গোলে বেলারুশের বিপক্ষে ৪-০ ব্যবধানে সহজ জয় পায় জার্মানি। বরুশিয়া পার্কে ম্যাচের শুরুটা অবশ্য ভাল করেনি জার্মানরা। গোল করার দিক থেকে বেশি সুযোগ পেয়েছিল বেলারুশই। তবে জার্মানি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার অপ্রতিরোধ্য থাকায় প্রতিপক্ষের দুটি নিশ্চিত গোল ফিরিয়ে দিয়েছেন তিনি। জার্মানির মত দলের মাঠে সুযোগ হাতছাড়া করার ভারী মাশুল দেয় বেলারুশ। প্রথমার্ধের শেষদিকে সার্জ গ্যানাব্রির ক্রস থেকে দলকে লিড এনে দেন মাথিয়াস গিন্টার। গোলটি করার পর আর কোনভাবেই জার্মানদের সামনে দাঁড়াতে পারেনি বেলারুশ। দ্বিতীয়ার্ধের…
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের কাঠামোয় ফিরে যাওয়ার বিষয়ে গুরুতর দৃষ্টি রাখতে বলেছিলেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। আর তার এই প্রস্তাবকে সমর্থন করে নিজেও মুখ খুললেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। অধিনায়ক মুমিনুল হক বলেন, গত ২০ বছরে ২০ টিরও কম টেস্টে জয় পেয়েছি আমরা। এটি তেমন কোনও দুর্দান্ত পরিসংখ্যান নয়। টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য কিছু নতুন দৃষ্টিভঙ্গি সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, আমি মনে করি এই সিরিজ শেষ হয়ে গেলে কোচের সাথে টেস্ট দল নিয়ে আলোচনা করাটা ভাল পদক্ষেপ হবে। আমরা দলের কাঠামো নিয়ে আলোচনা করতে পারি। আমরা তাত্ক্ষণিকভাবে ফলাফল নাও পেতে পারি তবে আমরা অবশ্যই দুই…
আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তিকে আরও বেগবান করতে আকাশ প্রতিরক্ষায় বিপুলভাবে লেজার কামান তৈরির উদ্যোগ নিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি শনিবার দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল কাসেম তাকিযাদেহর বরাতে এ তথ্য জানায়। এ ব্যাপার জেনারেল তাকিযাদেহ জানান, এ লেজার কামানের প্রযুক্তি অর্জনের পেছনে কাজ করেছে শত্রুপক্ষের ড্রোন ও ছোট ছোট আকাশযানের হুমকি থেকে দেশকে নিরাপদ রাখার বিষয়টি। গবেষণাগারে সফলভাবে এ প্রযুক্তির পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে ইরান আকাশ প্রতিরক্ষায় এ প্রযুক্তি মোতায়েন করার জন্য লেজার কামানের গণহারে উৎপাদনের উদ্যোগ নিচ্ছে বলে জানান তাকিযাদেহ। উল্লেখ্য, এর আগে আগস্টে ইরান নিঃশব্দে চলা সামরিক আকাশযানের প্রতিরক্ষায় লেজার বিম ব্যবহার করে কামান তৈরির…
জুমবাংলা ডেস্ক : “প্রতিরোধে ঐক্যবদ্ধ হই, গড়ে তুলি সন্ত্রাস-দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়” এই স্লোগানকে ধারণ করে ১৪ নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৩ তম সম্মেলন ও সম্মেলন পরবর্তী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয় ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে । কাউন্সিলে ৫০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এতে আগামী ১ বছরের জন্য সাখাওয়াত ফাহাদকে সভাপতি ও রাগীব নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি: জয় রায়, মুনিরা দিলশাদ ইলা, নিসর্গ নিলয়, মাহির শাহরিয়ার রেজা, ঐশ্বর্য আহমেদ, ইঞ্জয় রায় সাগর। সহকারী সাধারণ সম্পাদক: শিমুল কুমার পাল, মেঘমল্লার বসু, আব্দুল করিম। সাংগঠনিক সম্পাদক: জাহিদ জামিল, কোষাধ্যক্ষ: দেবেশ…
জুমবাংলা ডেস্ক : রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি বিমানের চাকা ফেটে গেছে। রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানে থাকা ৩৩ জন যাত্রী। বিমানবন্দরে নিরাপত্তার জন্য নিয়োজিত একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ মখদুমে আসে বিমানটি। অবতরণের সময় রানওয়ে স্পর্শ করলে বিমানটির পেছনের বাম পাশের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। আপাতত বিমানটি বিমানবন্দরেই আছে। ঢাকায় খবর দেয়া হয়েছে। সেখান থেকে লোক এসে বিমানের চাকার মেরামতের কাজ হবে। এদিকে নভোএয়ারের এই বিমানটি দিয়ে…
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় একটি বাড়িতে রবিবার সকালে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ ও দেয়াল ধসে অন্তত সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন বলেন, ঘটনাটি তদন্ত অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি কমিটি গঠিত হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হচ্ছে। কমিটিতে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিও রয়েছেন। নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেয়ারও ঘোষণা করেছেন ডিসি। তিনি বলেন, আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় জেলা…
জুমবাংলা ডেস্ক : গতানুগতিকভাবে চলছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্রাঙ্গণে ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের উদ্যোগে হিজরি রবিউল আউয়াল মাস উপলক্ষে মাসব্যাপী এই ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসলামিক ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেই দায় সেরেছে। এবারও লেখকদের বসার জন্য আলাদা কোনো জায়গা রাখেনি। সরকারি প্রচার মাধ্যমে এই মেলা সম্পর্কে প্রচারণার কোনো উদ্যোগ নেই। ঢাকা শহরের ইসলামি সাহিত্যপ্রেমীরাও এই বইমেলা সম্পর্কে জানতে পারে না। মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই মেলা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের কোনো প্রচার-প্রচারণার উদ্যোগ নেই। মেলাকে জনপ্রিয় করার কোনো পরিকল্পনা নেই। বরং রয়েছে মেলার স্টল বরাদ্দ নিয়ে বাণিজ্য ও দলবাজির অভিযোগ। অমর…
আন্তর্জাতিক ডেস্ক : দু:সময় চলছে মার্কিন অর্থনীতিতে। কিন্তু ওয়াল স্ট্রিটে সাম্প্রতিক চাঙ্গা ভাবে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে। তবে চলতি বছরের শেষ তিন মাসে বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়তে পারে। শুক্রবার ফেডারেল রিজার্ভ ব্যাংকের (ফেড) দুটি আঞ্চলিক শাখার প্রতিবেদনে এ রকম নেতিবাচক ছবিই ফুটে উঠেছে। খবর সিএনএন বিজনেস। চতুর্থ প্রান্তিকে নিউইয়র্ক ফেডের জিডিপি পূর্বাভাস শূন্য দশমিক ৪০ শতাংশ এর আগে শূন্য দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। অক্টোবরজুড়ে ম্যানুফ্যাকচারিং খাতে উৎপাদন হ্রাসসহ সাম্প্রতিক অর্থনৈতিক প্রতিবেদনগুলোর কারণে এ রকম ‘নেতিবাচক পূর্বাভাস’ দিতে হয়েছে বলে জানায় নিউইয়র্ক ফেড। আটলান্টা ফেডের জিডিপি পূর্বাভাস আরো খারাপ। শুক্রবার চতুর্থ…
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের জুবলি রোডে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশনের (ওফা )ওফা নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ শাখার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত প্রাক্তন ক্যাডেটরা অংশগ্রহণ করেন । এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত ওফা-র নির্বাচনে ১৬তম ব্যাচের কামরুল ইসলাম মজুমদারকে সভাপতি নির্বাচন করা হয়। চট্টগ্রাম কমিটির অভিষেক অনুষ্ঠান এবং নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সিজিবি’র বিদায়ী সেক্রেটারি জেনারেল কিশোয়ার ইমদাদ(২৪তম ব্যাচ), ওফা-র বিদায়ী কেন্দ্রীয় চেয়ারম্যান হেলাল মোখলেস আলম (১১তম ব্যাচ), ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল…
জুমবাংলা ডেস্ক : পেঁয়াজের অস্বাভাবিক দাম এক সপ্তাহের মধ্যে না কমলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। আদালত বলেছেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজের মূল্য পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করব। রোববার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত রিটের শুনানি করতে গেলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিটকারীর উদ্দেশ্যে এ মন্তব্য করেন। পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী তানভীর আহমেদ। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনে। দুনীর্তি দমন…
জুমবাংলা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান শুধু বাংলাদেশরই নয় বরং সারা বিশ্বের মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দেশের তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও সংগ্রামের দিনলিপি তুলে ধরে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে সহায়ক হবে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে আইসিট বিভাগের চমক থাকবে তেমনই ইঙ্গিত করেন তিনি। তিনি বলেন, মুজিববর্ষে অতিরিক্ত কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এরই অংশ হিসেবে বর্ষজুড়ে স্বাভাবিক কর্মঘণ্টার চেয়ে বেশি কাজ করবে আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ।…