নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে যাত্রীবাহী বাসের ভেতর এক গৃহবধূ (৩৫) গণধর্ষণের শিকার হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ধর্ষণের দায়ে ওই বাসের চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- শেরপুরের নকলা থানার ধনাকুশ গ্রামের ওমর আলীর ছেলে বাসের চালক আমীর হোসেন (২৭), একই জেলা ও থানার ইশিবপুর এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে বাসের কন্ডাক্টর অমিত শীল (২২) ও ময়মনসিংহের ফুলপুর থানার ঠাকুরবাহাই এলাকার আতাউর রহমানের ছেলে বাসের হেলপার মো. মোজাম্মেল (২৩)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দলাল চৌধুরী জানান, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই…
Author: rskaligonjnews
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নারী ও শিশু নির্যাতন মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতির বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার জাহানার বেগম জানান, উচ্চ আদালতের (হাইকোর্টের) নির্দেশে ওই বিয়ের আয়োজন করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এবং বর ও কনের পরিবার সূত্রে জানা গেছে, গত প্রায় দুই বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়ার আব্দুল হকের ছেলে মো. স্বপন একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে আয়েশা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এক পর্যায়ে আয়শা খাতুন গর্ভবর্তী হয়ে পড়েন। আয়েশা বিষয়টি…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে এক বাড়ির ১২ কক্ষ পুড়ে গেছে। রোববার ভোররাতে এই আগুন লাগে। শ্রীপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. শফিক ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালার শাহিন আলমের বাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে আগুন ওই বাড়ির ১২ কক্ষ এবং কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলী আর নেই। রোববার সকালে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অ্যাডভোকেট রহমত আলীর ব্যক্তিগত সহকারী এস এম জাহাঙ্গীর আলম সিরাজী বিষয়টি নিশ্চিত করে জানান, স্কয়ার হাসপাতালে রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। তিনি ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে অবস্থিত ৮৫ নং পিপুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাহরিন সোহাগ রাজিব। রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার। জানা গেছে, সরকারের নতুন পরিপত্র অনুযায়ী একজন স্নাতক ডিগ্রী ধারী সরকারী কোন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার কথা। ওই পরিপত্র অনুযায়ী একজন দাতা সদস্য হিসেবে তিনি ওই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। মো. সাহরিন সোহাগ রাজিব মাস্টার্স শেষ করে বর্তমানে প্রাণ গ্রুপে একাউন্টস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি আইসিএমএব’তে প্রফেশনাল ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়েছেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এর উদ্বোধন করেন। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক, উপজেলা প্রকৌশলী মো. শাকিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০১৭ সালের ১১ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কালীগঞ্জ…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সংগঠন করতে হলে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আগাতে হবে এবং সাংগঠনিক হতে হবে। শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে গাজীপুর জেলা আ’লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক ২০১৯-এ ভূষিত হওয়ায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বাংলাদেশ আওয়ামী লীগ কার্য নির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় গণ সংবর্ধণার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্যকালে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টাসহ পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এমএম নিয়াজউদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বেকার যুবকদের চাকরিসহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এরপর ২০১৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করি। আমি বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড করা সম্ভব হচ্ছে না। সরকারি চাকরি হতে…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন। ওসি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০ ও ২০ বছর হবে। হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৬০টি কলেজে একযোগে আনন্দ র্যালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সিনেট অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে গত এক বছরে দেশে ও দেশের বাইরে যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপাচার্য তার অভিভাষণে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশনে যোগ দিতে বোর্ড বাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গেলে তাকে বহনকারী জিপটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি আহত হন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক অফিসার ডা. মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় হাজি মফিজ উদ্দিন সিএনজির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব জানান, সকালে ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত যুবকের পরিচয় জানতে বিভিন্ন স্থান খোঁজ নেয়া হচ্ছে। মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:গাজীপুরের মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে অপহরণকারী চক্রের চার সদস্যকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোনসহ আটক করেছে র্যাব। এ সময় অপহৃত শফিকুল ইসলামকেও উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন,গাজীপুরের শাহেদ মো. নিয়াজ ওরফে শাকী ও গাজীপুরের ভোগড়ার শামীম সরকার ওরফে সাগর, লক্ষীপুরের জাহাঙ্গীর আলম ও মো. মাহবুবুর রহমান। র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে.আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাসন থানার ভোগড়া চৌরাস্তা এলাকায় অপহরণকারীরা অপহৃতকে নিয়ে মুক্তিপণের টাকার জন্য অপেক্ষা করছে। এ সংবাদ পেয়ে গাজীপুর বাসন থানার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন ২০১৯ আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সিনেট অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রামমাণ আদালত। এ সময় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে। সোমবার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলার ভূঙ্গাবাড়ি,বলিয়াদী সাজনদরা এলাকায় এ অভিযান চলে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় স্থাপিত মের্সাস ভেন্ডার ব্রিকস ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে ৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে বলিয়াদি এলাকায় স্থাপিত জে এইচ আর এবং এম বি বি ইট ভাটাকে আরো ১০ লাখ টাকাসহ মোট তিনটি ইট ভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আশরাফুল ইসলাম,সহকারি পরিচালক ,কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ,র্যাব…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ভবঘুরে অজ্ঞাত (৭৪) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ। বিকেলে ময়নাতদন্তের জন্য উদ্ধারকৃত মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাছেদ মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে ফাঁড়ি ইনচার্জ জানান, লোকটি রায়েরদিয়া বাজার এলাকার আশপাশে প্রতিদিন ঘুরে বেড়াতো এবং ভিক্ষাবৃত্তি করতো। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭৪/৭৫ হতে পারে। তার পড়নে চেক সুতি লুঙ্গি, গায়ে সাদা সুয়েটার ও নীল শার্ট ছিল। বেলা সাড়ে ১১টার দিকে…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের পুরাতন দুই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগে মো. তানভীর মোল্লাকে সভাপতি ও ওয়াহিদ হাসানকে সাধারণ সম্পাদক এবং সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগে মোহায়মিনুল ইসলাম লিকনকে সভাপতি ও ওয়াসিম মোল্লাকে সাধারণ সম্পাদক করে নতুন এ দুই কমিটি ঘোষণা করা হয়। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন স্বাক্ষরিত নতুন দুই কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। নব গঠিত কালীগঞ্জ উপজেলা ও সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহায়মিনুল ইসলাম লিকনকে সভাপতি ও ওয়াসিম মোল্লাকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন স্বাক্ষরিত নতুন এ কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। নব গঠিত কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি লিকন ও সাধারণ সম্পাদক ওয়াসিম জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো.তানভীর মোল্লাকে সভাপতি ও ওয়াহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন স্বাক্ষরিত নতুন এ কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। নব গঠিত কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোর স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষাও এর আওতায় হবে। ফলে আগামী বছর থেকে আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকছে না। আগামী নভেম্বর মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চাহিদার আলোকে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এমসিকিউ বাদ দিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির আলোকে প্রণীত পৃথক প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কওমী ওলামা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কওমী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কসহ কয়েকটি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষণানুযায়ী সকাল থেকে কালীগঞ্জ কওমী ওলামা পরিষেদর বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার নেতৃবৃন্দ সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। পরে কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কসহ উপজেলার কয়েকটি সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেন, খাদেম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশাসহ প্রায় দশ সহা¯্রাধীক মানুষ এতে অংশ গ্রহণ করেন। কালীগঞ্জ উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুস সাত্তারের…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ জহিরুল ইসলাম (৫৭) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জহিরুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাসাবাসি এলাকার মৃত এলিম উদ্দিনের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার সালমা আক্তার জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরুল ইসলাম ১৯৯৯ সালের ১৯ জুলাই থেকে কারাগারে ছিলেন। গত ৩০ জানুয়ারি থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন।…
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেডিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক খান এমপি বলেছেন, সরকার কৃষকদের যাতে ধান কাটতে ও লাগাতে সুবিধা হয় সেই জন্য অর্ধেক দাম দিয়ে ধান কাটার ও লাগানোর মেশিন কিনে দিবে। বর্তমান সরকারের গত ১১ বছরে সারের দাম এক টাকাও বাড়েনি। দেশে কোন খাদ্য ঘাটতি নেই। তিনি রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এসএম মাযহারুল হক অডিটরিয়ামে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন ২৫ টাকার সারের দাম কমিয়ে ১২ টাকা করতে। বিগত জোট সরকারের আমলে কৃষকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সার কিনতে পারেনি।…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করতে গিয়ে ধরা খেলো কিন্ডারগার্টেন স্কুলের দুই শিক্ষক। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। ঘটনাটি রোববার জেলার কালিয়াকৈর ভৃঙ্গরাজ তালেবাবদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিয়াকৈর উপজেলার আমরাইল কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন ও উপজেলার মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক নাসির উদ্দিন। ভৃঙ্গরাজ তালেবাবদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসএসসি ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে ভৃঙ্গরাজ তালেবাবদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে অভিযান চালিয়ে নকল সরবরাহের প্রস্তুতিকালে ওই দুই কিন্ডারগার্টেন শিক্ষককে হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ…