নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি দখল করে নির্মাণাধীন প্রাচীর ও টিনের বেড়া ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়নপুর (ডিবিএল সিরামিকস) সংলগ্ন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন জমির অবৈধ স্থাপনা সরিয়ে সেখানে সামাজিক বনায়নের আওতায় আকাশমনি গাছের চারা রোপণ করে বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন শুভ। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুকলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সহকারী বন সংরক্ষক শামসুল আরফিন শুভ বলেন, এস,এ ১৭৭৩ দাগের সবটুকু জমি বন বিভাগের গেজেটভুক্ত এর মধ্যে ৩.০৮ একর জমি দখল করে নিয়েছিল একটি চক্র। খবর পেয়ে সীমানা…
Author: rskaligonjnews
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সূর্যমুখী ও সরিষা অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত দ্বি ফসলি শস্যবিন্যাস কে তিন ফসলি শস্যবিন্যাসে উন্নয়ন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের প্রশাসন ও সাধারণ পরিচর্যা বিভাগের পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কৃষিকে লাভবান করতে হলে কোনো জমিকে অনাবাদি রাখা যাবেনা। আমন ও বোরো মওসুমের মাঝে দেশের বিস্তৃর্ণ এলাকা অনাবাদি রয়ে যায়। এই অনাবাদি জমিকে রবি মওসুমে চাষের আওতায় আনতে হবে। মতবিনিময়…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বাড়লে প্রতিবন্ধীদের ভাতার পরিমাণও বেড়ে যাবে। প্রতিবন্ধীদের আরও বেশি কর্মসংস্থানের দিকে নজর দেওয়া হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। তারা প্রশিক্ষণ নিয়ে উন্নয়নে অবদান রাখছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে টঙ্গীর নতুন বাজার মৈত্রী শিল্প কারখানা প্রাঙ্গণে আয়োজিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা ও উৎপাদন কার্যক্রমের পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর-৩ আসনের (শ্রীপুর, গাজীপুর সদর উপজেলা) বিভিন্ন স্থানে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক এবং শ্রমিকদের জন্য কোনো ধরনের চাঁদা না দেওয়ার সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার শ্রীপুর রেল গেট স্ট্যান্ড, কাওরাইদ, বরমী, আনসার রোডসহ ১৮টি স্থানে এ সাইনবোর্ড লাগানো হয়। এমন সতর্ক বার্তায় খুশি স্থানীয় চালক শ্রমিকসহ পরিবহন সংশ্লিষ্টরা। সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, ‘সতর্কবার্তা, শ্রীপুর রেল গেট সিএনজি/অটোরিকশা চালকসহ সকল পরিবহন শ্রমিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র সিএনজি/অটো রিকশা স্ট্যান্ড বা যেকোনো পরিবহন হতে কেউ কোনো ধরনের অর্থ বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন। শ্রীপুর থানার ওসি, পরিদর্শক (তদন্ত),…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার কয়েক শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর-গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কারখানা শ্রমিক আতিকুর রহমান গাইবান্ধা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। শারীরিক প্রতিবন্ধী আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকার ইস্টার্ণ টেক্সটাইল কারখানায় কাজ করতেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় কাজ শেষে গাজীপুরা এলাকার ভাড়া বাড়িতে ফিরছিলেন আতিকুর। এ সময় কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বেকারিতে সরবরাহকালে ৮ হাজার পঁচা ডিম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যবসায়ীকে ১লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত ডিম ময়লার ভাগাড়ে ফেলে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার রাতে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের রঙ্গীলা বাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টস বেকারিতে সরবরাহ করতে বেশকিছু পঁচা ডিম যাচ্ছে এমন খবরে সেখানে জড়ো হন জনতা। বিষয়টি প্রশাসনকেও জানালে ওই ডিমগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. জংসু শিন মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর ব্রি সদর দপ্তরে তাকে স্বাগত জানান। পরে সফররত ইরি’র এশিয়ার আঞ্চলিক পরিচালক ব্রি’র বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং কেন্দ্রীয় গবেষণাগার, রাইস মিউজিয়াম পরিদর্শন করেন। ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রি’র অর্জন ও অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। এসময় ব্রি’র মহাপরিচালক বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্রি’র গবেষণা কার্যক্রম পরিচালনা হয়।…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসা মাঠে ভাওয়ালগড় ইউনিয়নের ৩শ’ গরিব, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে ২শ’ টি কম্বল, ৫০ টি শাল ও ৫০ টি মাফলার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, পিবিজিএম, পিএসসি পদাতিক। এছাড়াও গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. মুয়াজ, পুলিশ প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আড়াই কোটি টাকা ব্যয়ে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। তবে এখানে বীর মুক্তিযোদ্ধাদের বসার কোনো ব্যবস্থা নেই। ৯ বছর আগে নির্মাণ করা এই ভবন ঠিকাদারি প্রতিষ্ঠান বুঝিয়েও দিয়েছে। তবে এখনো হয়নি উদ্বোধন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাপাসিয়া উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ মে কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এর নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালের ২৭ জানুয়ারি। ২ কোটি ৫৯ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে কমপ্লেক্সটি নির্মাণকাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হ্যাভেন এন্টারপ্রাইজ। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোনো সুফল এখন পর্যন্ত পাননি বীর মুক্তিযোদ্ধারা। কাপাসিয়া উপজেলার…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি শেষ পর্বের পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। https://inews.zoombangla.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ২৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়াও কালীগঞ্জ পৌরসভা, উপজেলার নাগরী, তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, মোক্তারপুর, জামালপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের ৫০টি করে ৪০০ সহ মোট ৬৫০ জন শীতার্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মফিজুর রহমান খান, জেলা আ’লীগ নেতা এ্যাড. আশরাফী মেহেদী হাসান, আব্দুল গণি ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু,…
জুমবাংলা ডেস্ক: পুষ্টিগুণ সমৃদ্ধ ফসল কাসাভা। আলু জাতীয় এই ফসলটির গাছের পাতা শিমুল পাতার মত হওয়ায় এটি ‘শিমুল আলু’ নামেও পরিচিত। নানাবিধ খাদ্য তৈরিসহ বস্ত্র এবং ওষুধ শিল্পে কাসাভা ব্যবহার হয়ে থাকে। নানা গুণসম্পন্ন এই ফসলের চাষ হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে। হাফেজ মোস্তফা কামাল নামে এক উদ্যোক্তা ৬০ বিঘা জমিতে কাসাভার আবাদ করে বাণিজ্যিক সফলতা পেয়েছেন। হাফেজ মোস্তফা কামালের বাড়ি দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে। পার্শ্ববর্তী গাজকাটি এলাকায় ৬০ বিঘা পতিত জমি লিজ নিয়ে এই আবাদ করেন তিনি। এবার এর পরিধি বাড়িয়ে করতে চান ১০০ বিঘা। গত বছর পরীক্ষামুলকভাবে ২০ বিঘা জমিতে কাসাভা চাষ করেছিলেন তিনি। সরেজমিনে গিয়ে…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে খালি ঘর থেকে সাদিয়া নামে ৯ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মারটেক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই শিশুর সৎমা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। নিহত শিশু সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার পরদাবাদ গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে ওই এলাকার আইন উদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থেকে মাদরাসায় পড়াশোনা করত। তার বাবা রাজমিস্ত্রি এবং সৎমা পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ জানায়, রোববার সকালে শিশুটির বাবা রবিউল রাজমিস্ত্রির কাজে ও সৎমা নাজমা আক্তার বেলা দেড়টায় গার্মেন্টসে চাকরি করতে চলে যান।…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শিল্প অধ্যূষিত গাজীপুরে হঠাৎ করেই দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এতে করে ডাইং ওয়াশ ও কাপড় উৎপাদনে সক্ষতা কমেছে। নির্দিষ্ট সময়ে পণ্য তৈরিতে সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন কারখানা কর্তৃপক্ষ। গ্যাস সংকটের কারণে গাজীপুর জেলা ও মহানগরের হাজারো শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে৷ এলপিজি, ডিজেল ও সিএনজি গ্যাসে চালু রাখতে হয়েছে এসব কারখানা। এতে উৎপাদন খরচ বেড়েছে বহুগুণ। ফলে দুশ্চিন্তায় পড়েছেন শিল্পকারখানা মালিকরা। অনেক কারখানায় কমেছে শ্রমিকদেরও কাজ। ১৫ পিএসআই গ্যাসের চাপ থাকার কথা থাকলেও গত কয়েকদিন ধরে সেটি ওঠানামা করছে দুই এর মধ্যে। গাজীপুরের প্রতিদিন ৬শত মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। অথচ গত ২৪ ঘণ্টায় সরবরাহ…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। শ্রমিক, পুলিশ ও এলাকাবাসী জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় কারখানার ভেতরে অবস্থান করা স্টাফ ও শ্রমিকরা বাইরে অবস্থান করা শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাইরে থাকা শ্রমিক ও কারখানার ভেতরের শ্রমিকদের মাঝে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে পুরোদমে। এরই মধ্যে ৩৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১২ দিনের মধ্যে ইজতেমার পুরো কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাওলানা যোবায়েরের অনুসারী বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হবে। ইতোমধ্যে ময়দানের প্রায় ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে চলছে ইজতেমার প্রস্তুতি কাজ, সওয়াবের আশায় স্বেচ্ছাসেবীরা ময়দানে কাজ করছেন। আর বাকি কাজ আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে, যথা সময়ে ইজতেমা শুরু হবে ইনশাআল্লাহ। এদিকে টঙ্গীর তুরাগ নদের তীরে…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন জনি নামের এক জামাই। সাথে সেই জামাইয়ের এক শ্যালকও রয়েছেন। রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে তাদেরকে থানা হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) নাদিম মিয়া। এরআপ, গত রাতে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জনি (২৪) ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান মাহফুজ (২২)। স্থানীয় সমাজসেবক শেখ মামুন বলেন, “ডোয়াইবাড়ি গ্রামের ইউসুফের বাড়ি পাশের জঙ্গলে বসে গরুর চুরির পরিকল্পনা করছিল আমজাদ আলীর মেয়ের জামাই…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে পাওয়া গেছে সুলতানি আমলের নিদর্শন। মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদের বাড়ির পাশে সন্ধান পাওয়া এই নিদর্শনটির নাম একডালা দুর্গ। গত এক মাসের খনন কাজে অনুসন্ধান দল সিদ্ধান্তে পৌঁছেছে দ্বাদশ শতাব্দীকালে এই দুর্গটি নির্মিত হয়েছিল। কথিত আছে দিল্লির সুলতানের আক্রমণের হাত থেকে বাংলার সুলতান এসব দুর্গের মাধ্যমে নিজেকে রক্ষা করেছিলেন। গত ২৬ ডিসেম্বর কাপাসিয়ার দরদরিয়া গ্রামে রানির ভিটা হিসেবে পরিচিত একডালা দুর্গে খনন কাজ শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। তিনি ঐতিহ্য অন্বেষণ নামের প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক। খনন শুরুর প্রায় এক মাসের মাথায় সেখানে একডালা দুর্গের ইতিহাস উন্মোচন…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ওয়ালটন গ্রুপের পরিচালক মাহাবুব আলম মৃদুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ ওয়ালটন প্লাজার আয়োজনে শনিবার (২১ জানুয়ারি) বাদ আসর উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়কের ওয়ালটন প্লাজায় এ মিলাদ ও দোয়া মাহফিল হয়। এ সময় ওয়ালটন কালীগঞ্জ প্লাজার অ্যাসিসটেন্ট ডিরেক্টর মোহামামদ ইলিয়াস, ডেপুটি ম্যানেজার মোহায়মিনুল ইসলাম পাভেলসহ প্লাজার অন্যান্য কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন মো. খোরশেদ আলমের পরিচালনায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাস্তার পাশে পড়ে থাকা একটি শপিং ব্যাগ থেকে এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন। এর আগে একই দিন বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় গোদারচালা-তেলিহাটি আঞ্চলিক সড়কের পাশের বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এসআই সোহেল আল মামুন জানান, পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাস্তার পাশে…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। এর আগে একই দিন দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম রাজশাহী জেলার পুঠিয়া থানার দমদমা গ্রামের খোদা বক্স মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ এলাকায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন এবং ওই এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। ঢামেক…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান। বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান শাকিল প্রমুখ। এ…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক এলাকার জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সাজেদুল কবির বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় আগুন লাগে। সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিস খবর পায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা। https://inews.zoombangla.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8/
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন গাজীপুর পুনাকের সভানেত্রী জিনিয়া ফারজানা। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল আট কেজি চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, ডাল, আলু, পেঁয়াজ, লবণ এবং একটি কম্বল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর পুনাকের সহ-সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক তাজরিয়ান রবি স্বর্ণ, কোষাধ্যক্ষ সায়েমা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান।
























