জুমবাংলা ডেস্ক : বরগুনায় আলোচিত সেই মন্টু চন্দ্র দাস হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরগুনা শহরের কালিবাড়ি এলাকায় ভুক্তভোগীর বাড়িতে যান তিনি। এ সময় তিনি নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেন। জামায়াত আমির ভুক্তভোগী ওই হিন্দু পরিবারের শিশুদের লেখাপড়া ও চিকিৎসার খরচসহ পরিবারের ব্যয়ভার জামায়াতে ইসলামী বহন করবে বলে ঘোষণা দেন। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোয় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ মামলার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে কাজ করবে জামায়াত। পরে বরগুনার টাউন হল মাঠে…
Author: Saiful Islam
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। নিজের অর্ধেক বয়সী অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ চর্চায় ছিলেন একসময়। যদিও সেসব এখন শুধুই অতীত। এবার হাটুর বয়সী এক ছেলের বিরক্তের শিকার নায়িকা। আর এতে ছেলেটির ওপর চটেও যান তিনি। এই মুহূর্তে নাচের একটি রিয়্যালিটি শো-এর বিচারকের দায়িত্বে আছেন মালাইকা। সেখানেই ১৬ বছর বয়সী এক প্রতিযোগী নৃত্য পরিবেশনের সময় মালাইকার উদ্দেশে অভব্য ইঙ্গিত করে। তারপরেই ফুঁসে ওঠেন অভিনেত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে মালাইকাকে বলতে শোনা যায়, ‘আমাকে চোখ মারছে, চুমু ছুড়ে দিচ্ছে!’ জানা গেছে, এই প্রতিযোগীর বয়স মাত্র ১৬ বছর। মালাইকার বক্তব্যকে সমর্থন করেছেন ওই শো-এর অন্যান্য প্রতিযোগিরা।…
আন্তর্জাতিক ডেস্ক : শুনতে অবাক করার মতো হলেও সত্যি, ঘণ্টায় ৩৫৭ দিরহাম বা বাংলাদেশি টাকায় ১২ হাজার টাকারও বেশি ইনকাম করেছেন একজন ভিক্ষুক। আশ্চর্যজনক মনে হলেও এমনই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও রমজান মাস এলেই ভিক্ষুকদের সংখ্যা বাড়তে থাকে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কিছু মানুষ বিশেষভাবে ভিক্ষার উদ্দেশ্যেই সেখানে যান। রবিবার (১৬ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ পরিস্থিতিতে শারজাহ পুলিশ সাধারণ জনগণকে নতুন করে সতর্ক করেছে। তারা জানিয়েছে, এখানকার ভিক্ষুকরা প্রকৃত অভাবের কারণে নয়, বরং পেশাগতভাবে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছে। এছাড়া এই রমজান মাসে মাত্র এক ঘণ্টা ভিক্ষা…
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি কারাবন্দি এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে রোববার (১৬ মার্চ) মহানগর সিনিয়র স্পেশাল জজ শুনানি শেষে এ আবেদন দেন। দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে। এই কারণে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করে। রাউজানে সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে টাকা পাচারসহ তার ও…
জুমবাংলা ডেস্ক : গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের আওতায় দুই প্রকল্পের জন্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা সহায়তা করছে জাপান সরকার। বাংলাদেশি দুটি বেসকারি সংস্থাকে (এনজিও) এই অনুদান দেওয়া হচ্ছে। রোববার (১৬ মার্চ) ঢাকার জাপান দূতাবাসে দুই এনজিও-এর কর্মকর্তাদের সঙ্গে অনুদান সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। জাপান দূতাবাস জানায়, জাপান সরকার দুটি বাংলাদেশি এনজিও, মেডগ্লোবাল ইনকর্পোরেটেড এবং প্রশিক্ষণ সহায়তা ও গ্রামীণ উন্নয়ন বেসরকারি সংস্থাকে (তারাঙ্গো) ১ লাখ ৩৫ হাজার ২৩৭ মার্কিন ডলার অনুদান প্রদান করছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৩ লাখ দাঁড়ায়। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ২৪-এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুবিধা এবং চিকিৎসা সরঞ্জামের…
জুমবাংলা ডেস্ক : সরকারি-বেসরকারি সব ব্যাংক শাখাকে নিকটবর্তী একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে স্কুল ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নিয়মিত ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে আর্থিক শিক্ষা দেওয়ার পাশাপাশি হিসাব খোলা ও লেনদেন সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। রোববার (১৬ মার্চ) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল সোমবার (১৭ মার্চ) বাংলাদেশে আর্থিক সাক্ষরতা দিবস পালিত হবে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে। স্কুল ব্যাংকিং নীতিমালার আওতায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অধিকতর সম্পৃক্ততা প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সেবার সঙ্গে পরিচিত করা এবং আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অধিকতর সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংক শাখার নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে…
বিনোদন ডেস্ক : বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। তাকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে। আনিস বাজমী পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পায়। সম্প্রতি উদযাপিত হয়েছে আইফার ২৫তম বার্ষিকী। জয়পুরে বসেছিল আইফার এবারের আসর। শুরুতে মুখোমুখি আড্ডায় উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অস্কারজয়ী প্রযোজক গুণিত মোঙ্গা। ‘আইফার মঞ্চে নারীর ভ্রমণ’ শীর্ষক আলাপচারিতায় মাধুরী জানান, বিয়ের পরই তিনি প্রকৃত জীবন উপভোগ করছেন। বিয়ের আগে তিনি প্রচুর কাজ করতেন। তিন শিফটে কাজ করতেন অভিনেত্রী। তাঁর ভাষ্যে, ‘সত্যিকারের জীবন আমি বিয়ের পর উপভোগ করছি। আমার স্বামী আর সন্তানদের সঙ্গে যে জীবন এখন আমি কাটাচ্ছি, তা আমার…
জুমবাংলা ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সাভারে অবস্থিত গার্মেন্টসে হামলার ঘটনায় মূলহোতা সন্ত্রাসী কবিরকে আটক করেছে সাভার সার্কেল পুলিশ। রোববার (১৬ মার্চ) তাকে আটক করা হয়। আটক মো. শাহিনুর কবির দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মূল পরিকল্পনাকারী। এই ঘটনার পর অনন্ত জলিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, মোঃ শাহিনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল (সাভার, আশুলিয়া ও ধামরাই থানা) ওনার বলিষ্ঠ নেতৃত্বে মামলার আইও আব্বাস এবং আমির হোসেন আজ অতি দক্ষতার সঙ্গে সন্ত্রাসী কবিরকে আটক করেন। এই সন্ত্রাসী কবির গার্মেন্ট শিল্প কারখানায়…
জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চালের তালিকা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বড়ভিটা গ্রামের মজিবর রহমানের পুত্র হাফিজুর রহমান, খয়বর রহমানের পুত্র মুসা, জয়মত আলীর পুত্র শাহারুল, আবু বক্করের পুত্র মোকছেদুল হক, চন্দ্রখানা গ্রামের নুর ইসলামের পুত্র বাবু, আবদুল জলিল ও জিয়াউর রহমান আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলামের নেতৃত্ব কয়েকজন নেতাকর্মী বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বারদের নিকট…
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে শীর্ষস্থান ভাগাভাগির জন্য শেফিল্ড ইউনাইটেডর জয় প্রয়োজন ছিল। বাংলাদেশ সময় রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ম্যাচটি জিতেছে হামজা চৌধুরীর দল। ১-০ গোলে জিতে ৮০ পয়েন্ট নিয়ে লিডসের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন। ম্যাচ শেষ করেই দ্রুত বাংলাদেশের বিমান ধরতে বেরিয়ে পড়েন হামজা। আজ (১৭ মার্চ) সোমবার বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ২৭ বছর বয়সী এ তারকা ফুটবলারের। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টারসিটির ফুটবলার। এ বছরই লোনে চ্যাম্পিয়নশিপ লিগে যোগ দিয়েছেন তিনি। ২০০৫ সালে লেস্টারসিটির যুব…
জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী হেজাজ বিন আলম ওরফে এজাজের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর আগে এজাজ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ফাহিম আহম্মেদ নামে ভর্তি ছিলেন। এমনকি কাগজপত্রে তিনি তাঁর বাবার নাম-ঠিকানাও দিয়েছিলেন ভুল। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ডিবি পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে ডিবি হেফাজতে মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে ডিএমপি। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির জিগাতলার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে গিয়ে…
জুমবাংলা ডেস্ক : পাঁচ জেলা থেকে ছড়িয়ে রোববার (১৬ মার্চ) দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া দপ্তরের দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা (খুলনা) ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের…
জুমবাংলা ডেস্ক : চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২০ হাজার ২০৪ কোটি ৪২ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, মার্চের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ১৩১ কোটি ২২ লাখ ডলার ও ১০০ কোটি ৫০ লাখ ডলার। এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স…
বিনোদন ডেস্ক : খুব শিগগিরই ঢালিউড সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের মডেল-অভিনেত্রী জারা আহমেদ। বাংলাদেশের ‘ফোর্স’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ ইকবাল জুয়েল। তিনি জানান, এ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন জারা। ‘ফোর্স’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী নেয়া প্রসঙ্গে তরুণ এ নির্মাতা জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য এমন একজনকে খোঁজা হচ্ছিল যার মুখের আদল লম্বা, চোয়াল ভাঙা। অ্যাকশন নির্ভর এ সিনেমায় মারপিট করতে জানে এমন স্লিম অভিনেত্রী খুঁজতে গিয়ে জারাকে পছন্দ করা হয়। নির্মাতা আসিফ বলেন, অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক পাঠানো হয়। যা দেখে চিত্রনাট্য জানতে…
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সব বিমানবন্দরে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া ও স্পেসএক্স-এর ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিতস। রবিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেবিচক জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ জানান, সাক্ষাতে বিমানবন্দরগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা, যাত্রীসেবার মানোন্নয়ন ও ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বেবিচক চেয়ারম্যান বাংলাদেশ সফরের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এর আগে চলতি মাসের ১৪…
বিনোদন ডেস্ক : প্রেম মানে না বয়স। প্রেমে পড়ার কোনও নির্দিষ্ট বয়সও নেই, সেটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেতা আমির খান। জল্পনা ছিল বহুদিন ধরেই। ৬০তম জন্মদিনে নিজের নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। তারপর থেকে নেটপাড়ার চর্চায় আমির ও তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরুনিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না। আবার দু’বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয় তার। সেখান থেকেই জড়িয়ে পড়েন প্রেমে। গৌরী আপাতত আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত। পাশাপাশি মুম্বাইয়ে অভিনেতার সঙ্গে একত্রে বাস করছেন। গৌরীর এক পুত্রসন্তানও রয়েছে বলে জানা গেছে। যার বয়স ৬ বছর। আমির নিজেই…
জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মোট ৭ শিক্ষার্থী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.মামুন আহমেদ। ঢাবি ছাত্রদলনেতা তানভীর বারী হামিমের সার্বিক ব্যবস্হাপনায় KAMOL MEDI AID, DU presents ১ম আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫” শীর্ষক ব্যানারে ঢাবির ১৫১জন শিক্ষার্থী অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.মামুন আহমেদ। আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, ছাত্রদল কেন্দ্রীয়…
জুমবাংলা ডেস্ক : ১-২ টাকা দামেই বিক্রি হয় ইফতারের প্রায় সব সামগ্রী। তিন বছর ধরে এভাবেই সস্তা কিন্তু মানে ভালো-এমন ইফতার পণ্য নিয়ে রোজাদারদের সামনে হাজির থাকছেন মাহমুদ হোসেন আকাশ। দাম কম বলে পণ্যের মান যে খারাপ তা কিন্তু নয়। তৃপ্তির সব উপাদান দিয়েই তৈরি হয় ‘সম্রাট ইফতারি ঘর’ নামে আকাশের এই দোকানের ইফতার। বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন ভিড় জমান তার দোকান থেকে ইফতার কিনতে। যে ভিড়ে থাকে না ছোট-বড় কিংবা ধনী-গরিবের ভেদাভেদ। বরিশাল নগরীর ফকিরবাড়ী রোডে অবস্থান সম্রাট ইফতারি ঘরের। যেখানে ১ টাকা দরে মেলে আলু আর কলার চপ। পিঁয়াজু, সবজি বড়া, বেগুনি আর কুমড়ার চপ পাওয়া যায় প্রতি পিস…
জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে গত ৫ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে তদবির করতে গেলে থানার মধ্যেই বিএনপি নেতাদের দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে বোয়ালিয়া মডেল থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। আবুল কালাম পবা উপজেলার পারিলাতে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তিনি রাজশাহী ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি ও রাজশাহী ইউরিয়া সার ডিলার সমিতির সভাপতিও ছিলেন। কৃষকদলের রাজশাহী বিভাগীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু অভিযোগ…
জুমবাংলা ডেস্ক : কোরআন ও হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এর মাধ্যমে আমাদের পারিবারিক জীবন ও সমাজ জীবন উদ্ভাসিত করতে হবে। শনিবার (১৬ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সালিহা পাবলিকেশন্স আয়োজিত মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে। তিনি বলেন, বর্তমান সময়ে ওলামা কেরামগণ বিশেষ করে কওমি ওলামা কেরামগণ অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন। তারা সাবলীল ঝরঝরে অনুবাদ করছেন, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। ভারতে ওলামা কেরামগণ…
জুমবাংলা ডেস্ক : নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবর্ধনা হিসেবে হাফেজদের পবিত্র কোরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। রোববার (১৬ মার্চ) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম। ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়তের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম আবু সায়েম, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জেলা শিবিরের মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। সংবর্ধনা পেয়ে…
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আবারও বিলম্ব হলো আটকে থাকা দুই নভোচারীর পৃথিবীতে ফেরার মিশন। নাসা ও স্পেসএক্স-এর যৌথ অভিযানে ব্যবহৃত ফ্যালকন ৯ রকেটের উৎক্ষেপণ হাইড্রোলিক সমস্যার কারণে স্থগিত হয়েছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের কথা থাকলেও রকেটটির বাহুর একটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইঞ্জিনিয়াররা সমস্যাটি সমাধানে কাজ করছেন, তবে উৎক্ষেপণের নতুন সময় নির্ধারিত হয়নি। যদিও বৃহস্পতিবার আবার উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ মিশনের লক্ষ্য ছিল চারজন নতুন ক্রু সদস্যকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো এবং ফিরতি যাত্রায় সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরানো। গত বছরের জুনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে আইএসএসে পৌঁছানো দুই নভোচারীর…
জুমবাংলা ডেস্ক : অবকাঠামো, জনবল ও গবেষণাগারের অভাব থাকায় সরকার বন্ধ করে দিতে পারে দেশের ছয় মেডিকেল কলেজ। স্বাস্থ্য বিভাগ জানায়, দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না। আর বন্ধ করে দেওয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী কোনো মেডিকেল কলেজে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এই ছয় মেডিকেল কলেজের কোনোটিতেই নেই স্থায়ী ক্যাম্পাস। সদর হাসপাতাল বা ভাড়া ভবনে চলছে ক্লাস। নেই মানসম্মত ল্যাব। জনবল অনুমোদন না হওয়ায় অন্য কলেজ থেকে শিক্ষক এনে চলে পাঠদান। এত সংকটের ভেতরেও বাড়ানো হয় আসন সংখ্যা। এ অবস্থায় ছয় কলেজ নিয়ে নতুন করে ভাবছে সরকার। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজনৈতিক বিবেচনা…
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইওএস-১৯, আইপ্যাড-১৯ ও ম্যাকওএস-১৬-এ নতুন ইন্টারফেস চালু করা হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় অভিজ্ঞতা দেবে। এটি গত ১২ বছরে (আইওএস ৭-এ) এবং ৫ বছরে (ম্যাকওএস ১১-এ) সর্ববৃহৎ পরিবর্তন হিসাবে ধরা হচ্ছে। এ নতুন অপারেটিং সিস্টেমের ডিজাইন পরিবর্তনের মূল লক্ষ্য হলো সফটওয়্যারের অভিজ্ঞতায় আরও সংগতি আনা। নতুন আপডেটের ফলে আইকন, মেন্যু, অ্যাপস, উইন্ডো ও সিস্টেম বাটনের স্টাইলের ওপর ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে, নতুন ডিজাইন অ্যাপলের ভিশনওএস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি…