যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬। এই আয়োজনের শুরুতেই আলোচনার শীর্ষে উঠে এসেছে স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত ট্রাই-ফোল্ড স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ফোনটি হাতে ব্যবহার করার সুযোগ পেয়েছেন প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ম্যাশেবলের একজন সাংবাদিক।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন ভাঁজের এই স্মার্টফোন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত ট্রাই-ফোল্ড ফোনের ধারণা ছিল অনেকটাই কল্পবিজ্ঞানের গল্পের মতো। বিশ্লেষকদের মতে, গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ভবিষ্যতের ফোল্ডেবল স্মার্টফোনের সম্ভাব্য আদর্শ নকশার খুব কাছাকাছি একটি উদাহরণ।
এটি একই সঙ্গে অ্যাপলের প্রতিও এক ধরনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ এখনো অ্যাপল তাদের বহুল আলোচিত ফোল্ডেবল আইফোন বাজারে আনতে পারেনি, সেখানে স্যামসাং ট্রাই-ফোল্ড প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে।
বর্তমানে এই ডিভাইসটি কেবল দক্ষিণ কোরিয়ার বাজারে সীমিত পরিসরে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে কবে এটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি স্যামসাং। তবে সীমিত প্রাপ্যতার মধ্যেও বিশ্বজুড়ে ফোনটি নিয়ে আগ্রহ কমেনি।
৪ জানুয়ারি লাস ভেগাসের উইন হোটেলে আয়োজিত ‘সিইএস ফার্স্ট লুক’ অনুষ্ঠানে স্যামসাং তাদের ২০২৬ সালের প্রযুক্তিগত লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, তারা ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য একটি ‘এআই-চালিত লাইফস্টাইল পার্টনার’ হতে চায়। এ উপলক্ষে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টিভি, গৃহস্থালি পণ্য ও স্মার্ট হোম ডিভাইস প্রদর্শন করা হয়।
তবে উপস্থিত সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের মূল আকর্ষণ ছিল গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। গত ১২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সীমিত আকারে ফোনটির বিক্রি শুরু হয়। এর আগে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষক ও রিভিউয়ার ফোনটির ডিজাইন ও সম্ভাব্য ফিচার নিয়ে আলোচনা করলেও, সিইএস অনেকের জন্য ডিভাইসটি সরাসরি ব্যবহার করার প্রথম সুযোগ হয়ে ওঠে।
ম্যাশেবলের অভিজ্ঞতায় উঠে এসেছে, পুরোপুরি খোলা অবস্থায় ফোনটি বেশ পাতলা এবং এতে উজ্জ্বল ও প্রাণবন্ত অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে তিন ভাঁজের এই ব্যতিক্রমী নকশায় অভ্যস্ত হতে ব্যবহারকারীদের কিছুটা সময় লাগতে পারে। আবার ভাঁজ করা অবস্থায় এটি সাধারণ স্মার্টফোনের তুলনায় কিছুটা মোটা বলেও উল্লেখ করা হয়েছে।
স্যামসাং এখনো ফোনটির দাম বা যুক্তরাষ্ট্রে মুক্তির নির্দিষ্ট তারিখ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস২৬ সিরিজের সঙ্গে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে। সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার, যা এটিকে স্যামসাংয়ের ইতিহাসের সবচেয়ে দামি স্মার্টফোনে পরিণত করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড বিক্রিতে স্যামসাং আর্থিকভাবে লোকসান গুনছে। সে কারণে বিশ্লেষকদের ধারণা, আপাতত এটিকে একটি ‘প্রুফ অব কনসেপ্ট’ হিসেবেই দেখা হচ্ছে। এটি এখনো গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর মতো গণবাজারের জন্য প্রস্তুত কোনো ডিভাইস নয়।
সূত্র: ম্যাশেবল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


