সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের রৌমারীতে মসজিদে সেজদাহ অবস্থায় শহিদুর রহমান (৬৮) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত শহিদুর রহমান উপজেলা সদর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।

এ বিষয়ে মসজিদের ইমাম আমিরুল ইসলাম বলেন, মাগরিবের নামাজের সময় প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে সেজদাহ থেকে তিনি আর ওঠেননি। সালাম ফিরিয়ে দেখি তিনি সেজদারত অবস্থায় আছেন। তার শরীরে হাত দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

মৃতের ছোট ভাই সৈয়দ জামান জানান, গতকাল (মঙ্গলবার) রৌমারী বাজার থেকে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি গিয়ে পিছলে পড়ে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ায় বুধবার সন্ধ্যার দিকে তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। গতকাল মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজের এক রাকাত শেষে পরের রাকাতে সেজদারত অবস্থায় মারা যান তিনি।