জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখান থেকে আগুন কামাইছড়া পাহাড়ে লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কে কামাইছড়া পাহাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ট্রাকচালক জামাল মিয়া জানান, তিনি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও থেকে রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও থেকে ( কুষ্টিয়া -ট-১১-৩০৮৪) বালুবাহী ট্রাক নিয়ে ঢাকার গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
পথিমধ্যে মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার কামাইছড়া পাহাড়ে রাবার বাগানের কাছে পৌঁছামাত্র চালকের পেছনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনে ট্রাকের সম্মুখভাগ পুড়ে গেছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এবং কামাইছড়া ও লছনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ওই সড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে।
কালীগঞ্জে উত্তরা ফিলিং স্টেশন সিলগালাসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।