স্পোর্টস ডেস্ক : ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ঘরের মাঠে দলকে বিশ্বকাপ এনে দেওয়ার স্বপ্ন তার। ডানহাতি ওপেনারের দিকে তাকিয়ে পুরো দেশ। তিনিও শেষ বিশ্বকাপ রাঙাতে চাইবেন ব্যাটিংয়ের সঙ্গে নেতৃত্ব দিয়ে।
ওই পরিকল্পনা ও প্রত্যাশায় বৃহস্পতিবার বিশ্বকাপের দল চূড়ান্ত করেছে ভারত। যেখানে অক্ষর প্যাটেলের ইনজুরির কারণে দলে ঢুকেছেন রবিশচন্দন অশ্বিন। তবে অধিনায়ক হয়েও প্রিয় এক সতীর্থকে দলে নিতে পারেননি রোহিত।
যাকে বিশ্বকাপে মিস করবেন, ভুলতে পারছেন না বলে জানিয়েছেন বিরাট কোহলির জায়গায় ভারতের নেতৃত্বভার পাওয়া ৩৬ বছর বয়সী তারকা। আর ওই সতীর্থ হলেন শিখর ধাওয়ান। যার সঙ্গে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে জুটি গড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোহিত।
বিষয়টি নিয়ে রোহিত শর্মা বলেছেন, ‘আমি শিখর ধাওয়ানের খুব বড় ভক্ত। অনূর্ধ্ব-১৭ থেকে অনূর্ধ্ব-১৯, এরপর জাতীয় দলে একসঙ্গে দীর্ঘদিন ওপেন করেছি, আমরা দু’জন খুব ভালো সময় পার করেছি। সে ব্যক্তি হিসেবে খুব নির্ভার, মজার ও আনন্দপ্রিয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।