জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় একই সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্বাভাবিকভাবে এক পুত্র ও তিন কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তবে জন্মের কিছুক্ষণ পর মারা যায় পুত্র সন্তানটি।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাদের দেখতে যান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। এ সময় ইমরান-তাসলিমা দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও আর্থিক সহায়তা দেন তিনি। পরে তিনি তিন কন্যার নামকরণ করেন পদ্মা, মেঘনা ও যমুনা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, তিন কন্যা সন্তান কিছুটা অপুষ্ট। তাদের অক্সিজেন দেওয়া হয়েছে। তাদের মায়ের শারীরিক অবস্থা অনেক ভালো।
বাবা ভ্যানচালক ইমরান হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জের বাসিন্দা হলেও চুয়াডাঙ্গা সদর উপজেলার রাজাপুর গ্রামে বসবাস করেন। তিনি বলেন, কন্যা সন্তানদের জন্ম হওয়ায় আমি খুব খুশি। তবে তাদের লালন-পালন, চিকিৎসা ব্যয় নিয়ে চিন্তায় আছি। আমি ভ্যান চালিয়ে খুব কষ্টে সংসার চালাই। আমাদের আরও একটি পুত্র সন্তান আছে। ইউএনও স্যার আমাকে সহযোগিতা করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।
পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে শুভশ্রীর ক্লিভেজ, নতুন ছবি নিয়ে তোলপাড়
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, কন্যাসন্তানদের বাবা-মাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করানো হয়েছে। তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। নবজাতকদের যাবতীয় চিকিৎসা খরচ বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ সময় শিশুদের পরিবারের অনুরোধে তাদের নামকরণ করা হয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।