জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বেগম জিয়াকে প্রথমে ‘লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’-এ করে লন্ডন নিয়ে যাওয়া হবে।
এরপর সেখানে থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেয়া হবে। অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করতে যোগাযোগ চলছে।
প্রথমে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টে ওভারের পরে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টার যে দেশে আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। সব কাজ দ্রুত সম্পন্ন করে শিগগিরই তিনি বিদেশে যেতে পারবেন।
এখন গুলশানের বাসায় আগের মতোই মেডিকেল বোর্ডের সার্বক্ষনিক তত্ত্বাবধায়নে আছেন বেগম জিয়া। তাঁর অবস্থা স্থিতিশীল। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এরইমধ্যে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তাঁর কার্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি দেয়া হয়েছে।
দুর্দান্ত ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Realme GT 6 স্মার্টফোন, থাকছে শক্তিশালী যত ফিচার
বেগম খালেদা জিয়ার সাথে চিকিৎসক-নার্সসহ আত্মীয়-স্বজন যারা যাবেন, তাও জানানো হয়েছে। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।