ওপেনএআই তাদের বহুল ব্যবহৃত এআই চ্যাটবটের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে, যার নাম ‘চ্যাটজিপিটি হেলথ’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজেদের স্বাস্থ্য নথি এবং বিভিন্ন স্বাস্থ্যভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে আরও ব্যক্তিগতকৃত তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

বুধবার (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই নতুন ফিচারের ঘোষণা দেয় ওপেনএআই।
প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী ফিজি সিমো এক ব্লগ পোস্টে জানান, চ্যাটজিপিটি হেলথের উদ্দেশ্য হলো চ্যাটজিপিটিকে একটি ‘ব্যক্তিগত সুপার অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে গড়ে তোলা, যা ব্যবহারকারীদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও টুল দিয়ে সহায়তা করবে। তিনি বলেন, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা রোগী ও চিকিৎসক—উভয়ের জন্যই ক্রমেই জটিল হয়ে উঠছে, আর এই জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, চ্যাটজিপিটিতে সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি হলো স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত। প্রতি সপ্তাহে কোটি কোটি ব্যবহারকারী স্বাস্থ্যবিষয়ক নানা প্রশ্ন করে থাকেন। চ্যাটজিপিটি হেলথ এই অভিজ্ঞতাকে আরও উন্নত করবে, কারণ এতে ব্যবহারকারীর নিজস্ব স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে উত্তর আরও নির্ভুল ও বাস্তবভিত্তিক হবে।
এই ফিচারে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটি হেলথের জন্য থাকবে একটি আলাদা ও সুরক্ষিত পরিবেশ, যেখানে সংযুক্ত নথি, কথোপকথন এবং অ্যাপের তথ্য অন্যান্য চ্যাট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকবে।
ওপেনএআই আরও জানিয়েছে, এসব স্বাস্থ্যতথ্য তাদের মূল এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত আলোচনার গোপনীয়তা নিশ্চিত করতে উন্নত এনক্রিপশন ও ডেটা আইসোলেশন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, চ্যাটজিপিটি হেলথ কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। বরং দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া, মেডিকেল রিপোর্ট বোঝা এবং সুস্থতা ব্যবস্থাপনায় সহায়ক তথ্য প্রদানই এর প্রধান লক্ষ্য।
এই উদ্যোগের অংশ হিসেবে ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম বিওয়েল-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন কখন, কোথায় এবং কীভাবে তাদের স্বাস্থ্যতথ্য ব্যবহার হবে।
প্রাথমিকভাবে চ্যাটজিপিটি হেলথ ব্যবহার করতে হলে একটি ওয়েটলিস্টে নিবন্ধন করতে হবে। ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে এবং বর্তমানে এর কিছু সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ। ভবিষ্যতে ধীরে ধীরে অন্যান্য দেশেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে ওপেনএআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


