স্পোর্টস ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংসে দারুণ জমেছিল মুস্তাফিজুর রহমান-মাথিশা পাথিরানা জুটি। তবে চেন্নাইয়ের মূল বোলার ছিলেন পাথিরানাই। দারুণ নৈপুণ্য দেখানো এই লঙ্কান পেসার যে তার দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে হটকেকে পরিণত হবেন তা তো জানাই ছিল। হয়েছেও তাই। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হয়েছেন পাথিরানা।
আজ মঙ্গলবার (২১ মে) বসেছে এলপিলের নিলাম। এবারের নিলামে শ্রীলঙ্কা জাতীয় দলের পেসার মাথিশা পাথিরানাকে ১ লাখ ২০ হাজার ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় এই ডানহাতি পেসারের দাম দাঁড়িয়েছে ১ কোটি ৪১ লাখ টাকা।
এটাই টুর্নামেন্টটির ইতিহাসে রেকর্ড দাম। এলপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন পাথিরানা।
https://www.facebook.com/Colombostrikerss/posts/368867439530117?ref=embed_post
এবারের নিলামে পাথিরানার ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। তাকে কিনতে প্রথম বিড করে ডাম্বুলা। ৭০ হাজার ডলার দাম হাঁকায় তারা। পক্ষান্ততে গোল মারভেলস ১ লাখ ডলার দাম হাঁকে। টুর্নামেন্টটির ইতিহাসে এটাই ছিল রেকর্ড বিড।
১ লাখ ২০ হাজার ডলারে পাথিরানাকে প্রায় দলে নিয়েই ফেলেছিল মারভেলস। কিন্তু মোক্ষম ট্রাম্প কার্ডটা তখনই খেলে কলম্বো। ‘রাইট টু ম্যাচ’ ক্লজ কাজে লাগিয়ে মারভেলসের সমান দাম হাঁকিয়েই পাথিরানাকে দলে ভেড়ায় তারা।
এর আগে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকেও দলে ভেড়ায় কলম্বো। আইপিএলে মুস্তাফিজ-পাথিরানা জুটির পর এবার এলপিএলে দেখা যাবে তাসকিন-পাথিরানা জুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।