বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের স্মার্টফোন বাজারে আবারও ধামাকা করতে চলেছে Realme। খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে Realme Narzo 70 Turbo 5G। যা ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হওয়া কিছু তথ্যের মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এই নতুন ফোনটি লঞ্চ হওয়ার ইঙ্গিত কিছু সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এবার Realme নিজেরাই নিশ্চিত করেছে যে, Narzo 70 Turbo 5G খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে।
Realme –এর তরফে জানানো হয়েছে, Narzo 70 Turbo 5G স্মার্টফোনটির ডিজাইন হবে Motorsport-প্রেরিত। সংস্থার পক্ষ থেকে যে প্রচারমূলক ছবিটি শেয়ার করেছে তাতে হ্যান্ডসেটের পিছনের প্যানেলটি কালো শেডে মাঝখানে একটি পুরু, হলুদ লম্বা স্ট্রাইপ দিয়ে টিজ করা হয়েছে। ফোনটির পিছনে একটি স্কয়ার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যা ঠিক মাঝামাঝি রাখা হয়েছে। এই মডিউলে তিনটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। ফোনটির উপরের দিকে একটি স্পিকার গ্রিল এবং একটি 3.5 mm অডিও জ্যাকও রয়েছে।
Realme এর মতে, Narzo 70 Turbo 5G মাত্র 7.6 mm মোটা এবং এতে থাকবে “Turbo Technology”। ফোনটি ব্যবহারকারীদের একটি ভালো গেমিং অভিজ্ঞতা এবং একটানা পারফর্মেন্স প্রদান করবে বলে দাবি করেছে সংস্থা।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme Narzo 70 Turbo 5G ফোনটি চারটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে— 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB। এটি সবুজ, বেগুনি এবং হলুদ রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনটিতে থাকতে পারে একটি 50 megapixel মূল ক্যামেরা, যা Electronic Image Stabilization (EIS) সমর্থিত। এছাড়াও, সামনে থাকতে পারে একটি 8 megapixel ক্যামেরা সেন্সর।
Realme Narzo 70 Turbo 5G বাজারে এসে গ্রাহকদের মন কাড়বে, এমনটাই আশা করা যাচ্ছে। খুব শীঘ্রই এই ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে, তবে লঞ্চের তারিখ নিশ্চিত করেনি সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।