জুমবাংলা ডেস্ক : ৪ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশে এসেছেন ২৮ বছর বয়সী সাবিতা মাহাতো নামের এক তরুণী। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লেগেছে ৭৩ দিন। রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে দেখায় তার উদ্দেশ্য।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভ্রমণপিপাসু সাবিতা মাহাতো। তিনি ভারতের পশ্চিমবঙ্গের তারাকেশর এলাকার বাসিন্দা।
তিনি সবে গ্রাজুয়েশন শেষ করেছেন। দেশ ঘুরে বেড়ানো সাবিতার নেশা। সেই নেশা থেকেই তিনি সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। ঘুরতে চান বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা। জানতে চান এ দেশের ইতিহাস, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নানা বিষয়।
গত ৬ ডিসেম্বর কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা শুরু করেন সাবিতা। বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে তাকে পাড়ি দিতে হয়েছে ৪ হাজার কিলোমিটার। বাংলাদেশে প্রবেশের আগে তিনি ঘুরেছেন দার্জিলিংসহ বিভিন্ন জায়গা।
বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সাবিতা মাহাতো বলেন, ভারত এবং বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। বন্ধু দেশ হিসেবে আমি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় জানতে চাই। আমি বাংলাদেশের বিভিন্ন সাইকেল রাইডারদের সঙ্গে আগেই যোগাযোগ করেছি। তারা বাংলাদেশ ঘুরে দেখতে আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। বাংলাদেশে ১০-১২ দিন থাকব। তবে ভালো লাগলে সময়টা আরও বাড়বে।’
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন ভারতীয় তরুণী সাবিতা। ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষ করে তিনি বাংলাদেশের জয়পুরহাট জেলার উদ্দেশ্য রওনা দিয়েছেন। রোববার রাজধানী ঢাকার উদ্দেশ্য রওনা দেবেন বলে তিনি আমাদের জানিয়েছেন।
প্রবাসীদের জন্য দুঃসংবাদ: ‘গোল্ডেন ভিসা’ বন্ধ করে দিল পর্তুগাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।