স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই লঙ্কানদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফরকারীদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।
এই ম্যাচে জয়ের অন্যতম নায়ক অধিনায়ক শান্ত। জবাব দিতে নেমে দলীয় ২৩ রানেই তিন উইকেট হারিয়ে বসে টাইগাররা। কিন্তু লড়াই করে ১২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।
শান্তকে মিডল অর্ডারে যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরা শান্ত বলছিলেন, আমরা জানি যে নতুন বলে খেলাটা বেশ কঠিন। তাই আমি আমার খেলার জন্য সময় নিতে থাকি। পরে মাঠে শিশিরের কারণে বল ভালো আসছিল।
বোলিং পেসারদের অবদান নিয়ে তিনি বলেন, আমি দলের সব বোলারদের উপর বিশ্বাস রেখেছি। বিশেষ করে তাসকিন এবং শরিফুল যেভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল।
ব্যাট হাতে অবদান রাখায় দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহকেও প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক। মাহমুদউল্লাহ এবং মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছে এবং আমি আশা করি সে তার ফর্ম ধরে রাখবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।