স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটারকেও একটি সমীকরণে ছাড়িয়ে গেলেন সতীর্থ শুভমান গিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১২৬ রান করেন ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান শুভমাগ গিল।
সিরিজে এক ফিফটিতে ১২৬ রান করে আইসিসির সপ্তাহিক হালনাগাদে ৭৪৩ রেটিং পয়েন্টে নিয়ে বিরাট কোহলিকে ছাড়িয়ে পাকিস্তানের তারকা ওপেনার ইমামুল হকের ঘাড়ে নি:শ্বাস ফেলছেন শুভমান গিল।
ওয়ানডে র্যাংকিংয়ে ৭০৫ পয়েন্ট নিয়ে ৯ম পজিশনে আছেন কোহলি। ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম পজিশনে উঠে এসেছেন শুভমান। তার চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট বেশি নিয়ে চার নম্বর পজিশনে আছেন ইমামুল হক। ৭৫৫ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আছেন ফখর জামান। ৭৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রিশি ভেন দার ডুসেন। আর ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার জস হ্যাজলউড। এ তালিকায় ১১তম স্থানে উঠে এসেছেন ভারতীয় বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।