জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ও রাতে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার টাঙ্গাইল থেকে রেলওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল হাসান। এই ঘটনায় আহত মৈত্রী এক্সপ্রেসের চালক তৌহিদুজ্জামান একটি লিখিত অভিযোগও দিয়েছেন।
ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাথরের আঘাতে আহত হন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ইলিয়াস সরকার। তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ঢাকার কমলাপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে উঠেন। রাত ৯টার দিকে মির্জাপুর ট্রেন স্টেশনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে পাথর নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করা পাথার তার কপালে লাগে। পাথরের আঘাতে তিনিসহ ওই ট্রেনের আরও চারজন আহত হন।
ঘটনার সময় ট্রেনে অবস্থানকারী পাকশী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে বিকেল তিনটার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলাকায় পৌঁছার পর পাথর নিক্ষেপ করা হয়। এই ঘটনায় ওই ট্রেনের চালক তৌহিদুজ্জামান চোখে আঘাত পান।
এ বিষয়ে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, শনিবার আহত ওই চালকের চোখ অপারেশন করার কথা।
এদিকে ট্রেনে পাথর নিক্ষেপের খবর পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ, টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই ফজলুর রহমান ও মির্জাপুর থানা পুলিশ।
এ বিষয়ে ফেরদৌস আহমেদ বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।
তবে, তিনি ঢাকায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।