জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বড় উপায় ঘরে থাকা। সামাজিক দূরত্ব মানা। আর এই কাজটি করার জন্য প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কিন্তু তাতেও তেমন কাজ হচ্ছেনা। অনেকে কোন কাজ ছাড়াই নামছে রাস্তায়। তাই কেউ কেউ পড়ছে শাস্তির মুখে।
সোমবার বিকেলে চট্টগ্রামের সিআরবি এলাকায় এমন এক শাস্তির মুখে পড়েন কয়েকজন তরুণ যুবক। কাজ ছাড়া বের হওয়ায় সবাইকে ধরে রাস্তার ওপর বসিয়ে তাদের হাতে কাগজ কলম ধরিয়ে দেন সিএমপির কোতোয়ালি জোনের সহকারি কমিশনার নোবেল চাকমা।
শাস্তি হিসেবে বলা হয়, কাগজে ৫০০ বার ‘দুঃখিত, আমি আর ঘর থেকে আর বের হবোনা’ কথাটি লিখতে। নির্দেশমতে তাদের লিখতেও হয়েছে। যারা লিখতে পারেনি তাদের মুখে কথাটি বলতে হয়েছে এক হাজার বার। পরে আর বের হবেনা এমন অঙ্গীকারের পর তাদের ছেড়ে দেয়া হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, নানা পদক্ষেপের পরও অনেকে বের হচ্ছেন অপ্রয়োজনে। কিন্তু মানুষের বোঝা উচিত পুলিশ কাজ করছে তাদের সুস্থ রাখতে। সেটা যারা বুঝবেনা তাদের শাস্তি দেয়া ছাড়া আর কোন উপায় থাকেনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


