জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের পাঁচজন ওয়ার্ড সদস্য ও দুজন সংরক্ষিত নারী সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (০২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। এর আগে ২৭ মে স্থানীয় সরকার বিভাগ বরখাস্তের একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
সাময়িক বরখাস্ত সদস্যরা হলেন- ১নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড সদস্য রুহুল আমিন, ৮নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য কাইয়ুম রেজা, ৯নং ওয়ার্ড সদস্য মোস্তফা, সংরক্ষিত ৪, ৫, ৬নং নারী সদস্য সুফিয়া বেগম এবং ৭, ৮, ৯নং ওয়ার্ড সদস্য শাহনাজ বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- সম্প্রতি অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির তালিকায় নিকট আত্মীয়-স্বজন ও পরিবার পরিজনের নাম অর্ন্তভুক্ত, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ স্থানীয় সরকার কর্তৃক প্রমাণিত হয়েছে মর্মে পাঁকা ইউপির সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বুধবার জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর তাদের দায়িত্ব হতে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত পাঁচজন সদস্য ও চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।