
জুমবাংলা ডেস্ক: কুুমিল্লা জেলার হোমনায় মাস্ক না পড়ায় পাঁচজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মহামারী করোনা প্রতিরোধের লক্ষ্যে শনিবার দুপুর ১২টায় উপজেলার চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। সেনাবাহিনী এবং হোমনা থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হোমনা ইউএনও রুমন দের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজনকে এক হাজার তিনশ’ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হোমনা ইউএনও রুমন দে বাসসকে বলেন, ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালিয়ে মাস্ক না পড়ার কারণে ৫জনকে এক হাজার তিন শত টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।