কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মানিক চন্দ্র বিশ্বাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী রাঙ্গাতিপাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মানিক চন্দ্র বিশ্বাস রংপুরের কোতোয়ালী থানার লিচু বাগান দহিগজ্ঞ গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।
স্বজনরা জানান, মানিক চন্দ্র বিশ্বাস গত বৃহস্পতিবার বিকালে রংপুর থেকে শ্বশুরবাড়ি উলিপুরের রাঙ্গাতিপাড়া গ্রামে স্ত্রী দীপালী রাণী ও মেয়ে ফাল্গুনী বিশ্বাসসহ বেড়াতে আসেন। আসার পর বাইরে বেড়াতে বের হলে আর শ্বশুরবাড়িতে ফেরেননি তিনি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন শ্বশুরবাড়ির অদূরে বাঁশ ঝাড়ের কাছে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, মানিক মাঝেমাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পরতেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।