জুমবাংলা ডেস্ক : বাগেরহাটে খানজাহান (র.) মাজার দীঘি থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) দর্শনার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে দীঘির পূর্ব পাশের ঘাট এলাকা থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি মোরেলগঞ্জ উপজেলায়। তবে পুলিশ বিস্তারিত জানতে পারেনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফকির পান্নু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি লুঙ্গি-পাঞ্জাবি পরা ছিলেন। পাঞ্জাবির নিচে একটি গোলগলা গেঞ্জি ছিল। বৃদ্ধের ব্যবহৃত একটি ছোট টর্চ লাইট ও বেতের লাঠি উদ্ধার করা হয়েছে। তার মুখে দাড়ি এবং কপালে নামাজ পড়ার দাগ ছিল।
ধারণা করা হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে তিনি ওই ঘাটে নেমেছিলেন। পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, সোমবার রাতে ট্যুরিস্ট পুলিশের এক সদস্য ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিল কোথায় বাড়ি, তখন বৃদ্ধ বলেছিলেন মোরেলগঞ্জ। ছেলের সঙ্গে রাগ করে আসছি। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সারা দেশের সব থানায় তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি তার পরিচয় না পাওয়া যায় তাহলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।