Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পৃথ্বি ঝড়ে উড়ে গেল কলকাতা
    ক্রিকেট (Cricket) খেলাধুলা

    পৃথ্বি ঝড়ে উড়ে গেল কলকাতা

    Saiful IslamApril 30, 20214 Mins Read
    Advertisement

    স্পোর্টস ডেস্ক : এক কথায় বলা যায় দিল্লির ওপেনার পৃথ্বি শয়ের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল গোটা কলকাতা।

    কলকাতার ছোঁড়া ১৫৫ রানের লক্ষ্যের জবাবে পৃথ্বি শ একাই করলেন ৮২ রান। তাও কি না মাত্র ৪১ বলে! ১১টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

    দিল্লিতে পৃশ্বি শয়ের শো দেখল আইপিএলপ্রেমীরা।

    ম্যাচের প্রথম বল থেকেই কলকাতার বোলাদের ওপর চড়ায় হয়েছেন পৃথ্বি। শিভাম মাভির করা প্রথম ওভারেই নিয়েছেন ২৪ রান। ৪ বলে ৪ বাউন্ডারি আর একটি রান ওয়াইডে।

    পৃথ্বির সেই মারকুটে শুরুটাই যেন বিধ্বস্ত করে দেয় নাইট শিবিরকে। এরপর যেন বল করতেই ভুলে গেছেন কলকাতার বোলাররা।

    নারিন, কামিন্স, বরুণ, প্রসিদ্ধ আজ কেউই বাঁচেননি পৃথ্বি শয়ের তাণ্ডবলীলা থেকে। শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে মাত্র ১২ ওভারেই ১০০ ছাড়ান পৃথ্বি।

    এর আগে ৭ম ওভারে কামিন্সের প্রথম ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে মাত্র ১৮ বলে ফিফটি পূরণ করেন পৃথ্বি।

    পৃথ্বির সামনে সবচেয়ে বেশি অসহায় হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিবের পরিবর্তে একাদশে ঠাঁই পাওয়া ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন ও ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।

    ৪ ওভারে ৩৬ রান নিয়ে কোনো উইকেট পাননি নারিন। প্রতি ওভারে ৯ করে দিয়েছেন। নারিনের চেয়ে বেশি খরুচে প্রসিদ্ধ। ৩ ওভারেই ৩০ রান দিয়েছেন তিনি।

    সাফল্য এসেছে প্যাট কামিন্সের ঝুলিতে। শিখর ধাওয়ানকে হাফসেঞ্চুরি বঞ্চিত করেছেন তিনি। ১৩তম ওভারের পঞ্চম বলে ধাওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কামিন্স। ৪৫ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ধাওয়ান।

    জুটি ভাঙে ১৩২ রানের। কিন্তু তাতে উল্লাস করে কোনো লাভ হয়নি। ধাওয়ান আউটের সময় জয়ের জন্য দিল্লির প্রয়োজন পড়ে ৩৭ বলে ২৩ রানের।

    নিজের পরবর্তী ওভারে পৃথ্বি শকে ফেরান কামিন্স। পয়েন্টে নিতিশ রানার হাতে তালুবন্দি হয়ে শেষ হয় পৃথ্বির ৮২ রানের অনবদ্য ইনিংস।

    এই রান করতে মাত্র ৪১ বল খেলেছেন এই দিল্লির হার্ডহিটার।

    একই ওভারের পঞ্চম বলে দিল্লির অধিনায়ক ঋষভ পন্তকে ফেরান কামিন্স। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ৪ রান। কিন্তু হাতে রয়েছে ৪ ওভার।

    ১৬তম ওভারে প্রসিদ্ধকে বাউন্ডারি হাঁকিয়ে দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্টইনিস।

    ফলে ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারাল দিল্লি ক্যাপিটালস।

    এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত।

    গত কয়েক ম্যাচের মতো আজকের ম্যাচেও একাদশে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডা সাকিব আল হাসান। তার বদলে কলকাতার আস্থা ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন।

    তবে আজও ফ্লপ নারিন। আস্থার প্রতিদান দিতে পারেননি নারিন। আজ শূন্য রানে ফিরেছেন। মাত্র ১ বল টিকেছেন তিনি।

    আজ শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রথম ৩ ওভার ভালোই মোকাবিলা করে কলকাতা। কিন্তু চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ১৫ রানে থামেন ওপেনার নিতিশ রানা।

    এরপরই ব্যাটিংয়ে শুবমান গিলের সঙ্গে হাল ধরেন রাহুল ত্রিপাটি। দুজনে মিলে কোনো বিপদ এড়িয়ে ৬ ওভার খেলেন।

    দশম ওভারে ত্রিপাটিকে থামিয়ে দেন মার্কুস স্টইনিস। ডিপ কভারে ললিত যাদবের হাতে তালুবন্দি হন তিনি।

    ১৭ বলে ১৯ রান করেন ত্রিপাটি। ত্রিপাটির ক্যাচ তুলে নিয়ে হয়ত মন ভরেনি ললিতের। পরবর্তী ওভার তিনি বল করেন। আর ওই ওভারে শূন্য রানে ফেরান কলকাতার দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে।

    অধিনায়ক এইউন মরগান ও সাকিবের বদলে নেওয়া স্পিনার সুনীল নারিন রানের খাতা খুলতেই পারেননি।

    ১০ম ওভারে ললিতের দ্বিতীয় বলে লং অফে ক্যাচ তুলে দেন মরগান, যা সহজে লুফে নেন স্মিথ।

    একই ওভারে চতুর্থ বলে ক্যারিবীয় সেনসেশন সুনীল নারিনকে বোল্ড করেন ললিত। ১ বল মোকবিলা করেই প্যাভিলিয়নে ফেরেন নারিন।

    ধারণা করা হচ্ছিল ১২০ -১৩০ এর আশপাশে গিয়ে থামবে কলকাতা। কারণ ৮২ রানেই টপঅর্ডার আর মিডলঅর্ডারসহ ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা।

    তবে এমন পরিস্থিতিতে দুর্দান্ত এক ইনিংস খেলে কলকাতার মান রক্ষা করেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

    মাত্র ২৭ বলে ২ বাউন্ডারি ৪ ছক্কায় ৪৫ রান করেন। তার এই টর্নেডো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান জমা করে কলকাতা।

    তবে জলে গেল রাসেলের সেই ইনিংস। পৃথ্বি শয়ের কাছে হেরে গেল গোটা কলকাতা।

    এই ম্যাচ হারের পর প্লে-অফে ওঠার সমীকরণ আরও কঠিন হয়ে গেল কলকাতার। ৭ ম্যাচে তাদের জয় মাত্র ২টিতে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে শাহরুখ খানের দল।

    অন্যদিকে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হার নিয়ে কোহলির আরসিবিকে পেছনে ফেলল ঋষভের দিল্লি। ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে দিল্লি ক্যাপিটালস।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    সাকিব

    ব্যাটিং না বোলিং- কোনটি বেশি ভালো, উত্তর দিলেন সাকিব

    August 13, 2025
    Rare incident in cricket

    ক্রিকেটে বিরল ঘটনা, ইনিংসে ১০ ব্যাটারই আউট শূন্য রানে!

    August 13, 2025
    বসুন্ধরা কিংস

    ঘরে আবাহনী না পারলেও বিদেশের মাঠে বসুন্ধরা কিংসের জয়

    August 13, 2025
    সর্বশেষ খবর
    অভিষেক

    ঐশ্বরিয়া কখনই চিৎকার করে না : অভিষেক

    russian-girl

    কোন জিনিস যা করার সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে

    সাগর

    বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ভয়াবহ বিপদ

    জাতীয় পরিচয়পত্র

    ৩০ মিনিট সময় দিয়ে জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি আজই বদলে ফেলুন

    ওয়েব সিরিজ

    রাতের ঘুম কাড়তে এলো রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

    Journalist

    ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ, ক্ষেপে দুই সাংবাদিকের নামে মামলা ওসির

    মোবাইলের কিছু ভুল

    মোবাইলের কিছু ভুল ব্যবহার, যা আপনাকে ধ্বংস করছে

    সাকিব

    ব্যাটিং না বোলিং- কোনটি বেশি ভালো, উত্তর দিলেন সাকিব

    Viral

    ভাইরাল হয়ে বিপাকে সেই ‘ফুটপাতের বুফে’র মালিক, ভেঙে পড়লেন কান্নায়

    অপটিক্যাল ইলুউশনের ছবি

    ছবিটি জুম করে দেখুন, বলতে পারবেন কে দাঁড়িয়ে আছে এবং কে বসে?

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.