
নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রখ্যাত সাংবাদিক রাহাত খান-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
আজ এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, “কথাসাহিত্যিক রাহাত খান ছোটগল্প, প্রবন্ধ-নিবন্ধ ও উপন্যাস সহ বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। একজন পেশাদার সাংবাদিক হিসেবে তিনি ছিলেন বাংলাদেশের গণমাধ্যম সেক্টরের এক উজ্জ্বল নক্ষত্র। বলিষ্ঠ সম্পাদক হিসেবে তিনি পথিকৃৎ হয়ে থাকবেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
Advertisement
ভূমিমন্ত্রী রাহাত খান-এঁর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।