জুমবাংলা ডেস্ক : লোকালয় সংলগ্ন জঙ্গলে একটি শেয়ালের সঙ্গে মেছোবাঘের মারামারি বাধে। এ সময় স্থানীয়রা এসে মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে খাদেমুল ইসলামের বাড়িসংলগ্ন জঙ্গলে একটি শেয়ালের সঙ্গে মেছোবাঘটির মারামারি বাধে। এ সময় প্রাণী দুইটির চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন সেখানে যান।
এ সময় স্থানীয়রা মেছোবাঘ ও শেয়ালের মারামারি দেখে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। পিটুনি খেয়ে শেয়ালটি পালিয়ে গেলেও মেছোবাঘটি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই বাঘটি মারা যায়।
এ ব্যাপারে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, কোনো প্রাণীকেই এভাবে মারা উচিত নয়। এলোপাতাড়ি মারপিট না করে কৌশলে প্রাণী দুটিকে সরিয়ে দেওয়া হলে এমন ঘটনা ঘটত না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।