
জুমবাংলা ডেস্ক : ঝিনাদাহ্ আদালতে স্বামী বেলায়েত হোসেন’র বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকার চেক জালিয়াতি ও চেক ডিজ অনারের স্ত্রী মোছাঃ জেবুনেচ্ছা শিপ্রা। বেলায়েত হোসেন রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
মামলার এজহার সুত্রে ও বেলায়েত হোসেন স্ত্রী জেবুন্নেছা জানান, আমার নিকট থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছেন। এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ কলেজের শিক্ষার্থীদের সাথে অনৈতিক সর্ম্পকের জের ধরে মারপিটের শিকার হয়েছিল বলে তার স্ত্রীসহ কলেজর একাধীক শিক্ষক শিক্ষার্থীরা জানিয়েছেন।
বেলায়েত স্ত্রী শিপ্রা জানান দির্ঘ ২২ বছর আমরা সংসার করছি, ভালবেসে বিয়ে করেছিলাম দরিদ্র পরিবারের বেলায়েত হোসেনকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশনা শেষ করে আমরা বিয়ে করে ছিলাম। বিয়ের পর থেকেই আমাকে নানা ভাবে প্রতারনা করে আসছিল বেলায়েত। তিনি আমার অনাগত ৩টি সন্তানকে হত্যা করেছে। নানা ভাবে আমার পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, আমার বাবার টাকা দিয়ে সে বাড়ী করেছে। এসব নিয়ে আমি কখনোও কথা বলিনি। আমার বোনের টাকায় সে হজ্জ করেছে সেই টাকাটাও ফেরত দেয়নি তিনি।
কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি প্রায় ১২ বছর আগে সে আমাকে না জানিয়ে অন্যত্রের আর একটি বিয়ে করেছেন সেখানে তার ২টি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর থেকেই আমি মানষিক ভাবে ভেঙ্গে পড়েছি। এ বিষয় নিয়ে কথা বললে সে আমাকে মারধর করেছে। অর্থলোভী সুদে কারবারী এই বেলায়েত হোসেন বিভিন্ন সময় ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকান্ড করে নানা সময় আলোচনায় আসলেও তা কতিপয় প্রভাবশালী শিক্ষকদের মাধ্যমে তা ম্যানেজ করে পূনরায় সেই সমস্ত কাজেই লিপ্ত হয়েছে বারংবার।
এ ছাড়াও তিনি কলেজের উন্মক্ত বিভাগের দায়িত্বে থাকা কালিন নানা অনিয়মের দায়ে তাকে জবাব দিহি করতে হয়েছে। এ সকল ঘটনাকে কেন্দ্র করে কলেজের শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাংশা সরকারী কলেজের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা লজ্জিত এ বিষয় নিয়ে কথা বলতেও লজ্জা লাগে। একজন শিক্ষকের অপকর্মের দায় এখন আমাদের কলেজের শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
কলেজর সাবেক এক শিক্ষার্থী বলেন-বেলায়েত হোসেন স্যারের অপকর্মের শেষ নেই তিনি ছাত্রীদের সুবিধা দেওয়ার নামে অনৈতিক কাজ করেছেন এ জন্য তৎকালীন সময় তাকে মারধর করে হাত ভেঙ্গে দেওয়া হয়েছিল। সেই সাথে তৎকালীন অধ্যক্ষ তাকে সে যাত্রায় রক্ষা করেছিলেন। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেন এর সাথে কথা বলার চেষ্ঠা করা হলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায় ফেসবুক ম্যাসেনঞ্জারে একাধিক বার চেষ্ঠা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


