জুমবাংলা ডেস্ক : অবশেষে আড়াই বছর পর কোভিড চলাকালীন সময়ের আবাসিক হোটেলে চিকিৎসক ও নার্সদের থাকা খাওয়ার ও পরিবহন ভাড়া সহ মোট বকেয়া বিলের মধ্যে ৭ কোটি ৮৫ লাখ টাকার চেক পেলো হোটেল মালিকগণ। বাকি টাকার চেক আগামী এক সাপ্তাহের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।
মঙ্গলবার দুপুরে ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে হোটেল মালিকদের কাছে তাদের পাওনা টাকার চেক তুলে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, তাদের মোট বাকি ছিল ১১ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ০২ টাকা। এর মধ্যে মঙ্গলবার ৭ কোটি ৮৫ লাখ টাকার চেক দেয়া হয়েছে।
টাকা পেয়ে হোটেল মালিকদের পক্ষ থেকে হোটেল রহমানিয়ার মালিক জনাব ইয়াহিয়া প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ও হাসপাতাল পরিচালকদেরর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমাদের ন্যায্য পাওনা পেয়ে আমরা আনন্দিত। এখনো কিছু টাকা বকেয়া আছে, যা কিছু দিনের মধ্যে দিয়ে দিবে বলে আশ্বস্ত করেন পরিচালক।
এই টাকার ভেতর অন্তর্ভুক্ত ছিল ২০টি হোটেলের পরিবহন সহ মোট ২৬টি প্রতিষ্ঠানের বিল।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকিলে কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.খালেকুজ্জামান হোটেলের মালিক সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।