জুমবাংলা ডেস্ক : মায়ের সাথে জুয়েলারি দোকানে এসে ভুল করে পানি ভেবে সালফার মিশ্রিত পানি খেয়ে মারা গেছে ৫ বছরের শিশু মুজাহিদ। বুধবার (১৯ মার্চ) বিকেলে জীবননগর বাজারের তরফদার নিউ মার্কেটে জুলেখা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুটিয়া গ্রামের পিন্টু মিয়ার স্ত্রী সোনিয়া খাতুন ছেলে মুজাহিদকে নিয়ে জীবননগর বাজারের জুলেখা জুয়েলার্সে গহনা কিনতে যান। এসময় জুয়েলারি দোকানী সাইফুল ইসলাম দোকানে ছিলেন না। মায়ের সাথে শিশু মুজাহিদও দোকানে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে মুজাহিদ তৃষ্ণার্ত হয়ে পড়লে মায়ের কাছে পানি চায়। মা সোনিয়া জুয়েলার্সে থাকা একটি বোতল থেকে পানি ভেবে সালফার মিশ্রিত পানি ঢেলে দেন ছেলেকে। সেটি গেলার পরপরই শিশু মুজাহিদ যন্ত্রণায় ছটফট শুরু করলে মা সুফিয়া দোকান কর্মচারীকে বোতলের কিসের পানি জানতে চাইলে সে জানায় বোতলের পানি সাফলার মিশ্রিত।
দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



