জুমবাংলা ডেস্ক : মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে। ফলে গত দুদিন থেকে সারাদেশে বৃষ্টি কমেছে। এ অবস্থায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (৮ অক্টোবর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া আগামী আগামী সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায়, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, তাই বৃষ্টি কমে গেছে। তবে আগামী সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাত বাড়তে পারে।
গতকাল দেশে সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।